এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মমতা

পঞ্চায়েত নির্বাচনে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মমতা

সামনেই পঞ্চায়েত নির্বাচন।রাজ্যে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে বিজেপি। আর তাই বিজেপিকে মাত দিতে সামনের পঞ্চায়েত নির্বাচনে এবার মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মমতা। কি সেই মাস্টারস্ট্রোক? এবার মহিলা শক্তিকে কাজে লাগাতে চলেছে তৃণমূল।আর এদিন দুবরাজপুর মাদৃক সংঘের মাঠের সভা থেকে সেই বার্তাই দিলেন নেত্রীর অনুগত অনুব্রত মণ্ডল। তিনি এদিন বলেন যে,“মা-বোনেরা, আপনারা আপনাদের অধিকার ছাড়বেন না। এই অধিকার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের এই সমান অধিকারের জন্য লড়ছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের হাতেই ভবিষ্যতের বাংলা গড়বে।আপনারা এগিয়ে আসুন। দলের কাজে, সমাজ গঠনের কাছে আপনাদের সবথেকে বেশি দরকার।”মহিলা কর্মী সম্মেলনে মহিলাদের অংশগ্রহণের কথা ও বলেন পাশাপাশি তিনি এবার অন্তত ৫০ শতাংশ আসনে এবার মহিলা প্রার্থী দেওয়া হবে বলে তিনি কার্যত ঘোষণা করলেন। রাজনৈতিক মহলের মতে এর ফলে তাঁর এই ঘোষণায় তৃণমূলের পঞ্চায়েত পরিকল্পনাও প্রকাশ্যে চলে এল।এক বিজেপি নেতা এই নিয়ে কটাক্ষ করে বলেন যে এবার মহিলাদরে কে হাতিয়ার করেই পঞ্চায়েত বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কিন্তু তাতে কোনো ফল হবে না। মহিলারাও জানেন যে তৃণমূল মহিলাদের সম্মান করে না। তাই মহিলারা এতে সায় দেবেন না। যদিও বিরোধীদের কটাক্ষকে গুরুত্ত্ব না দিতে নারাজ তৃণমূল ।তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!