এবার ভারতী ঘোষকে তোলাবাজির অভিযোগে নোটিশ পাঠাল সিআইডি রাজ্য February 5, 2018 ফের খবরের শিরোনামে ভারতী ঘোষ। বাড়িতে তল্লাশির পর এবার সিআইডি ভারতী ঘোষকে নোটিস পাঠাল।জানা গেছে ভারতীদেবীর কলকাতার নাকতলার বাড়িতে ওই নোটিস পাঠানো হয়েছে ৷ তিনি বাড়িতে ছিলেন না তাই নোটিস রিসিভ করা হয়নি তাঁর পরিবারের তরফ থেকে।সিআইডি সূত্রে জানা গেছে যে তাঁর বাড়ি থেকে প্রচুর নগদ টাকা,সোনার গহনা, মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভও বাজেয়াপ্ত করেছে সিআইডি। ৷ আপনার মতামত জানান -