এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > অকষ্মাৎ ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালো এক শিশু, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে

অকষ্মাৎ ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালো এক শিশু, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নানা স্থান থেকে বারবার যখন পাওয়া যাচ্ছে অস্ত্র,গোলাবারুদ, বোমা, সেই আবহে আজ বর্ধমানের রসিদপুরে অকস্মাত্ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনা স্থলেই এক শিশুর মৃত্যু হয়। অপর এক শিশু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে। আজ বর্ধমানের রসিদপুরে বল মনে করে রাস্তার ধারে পড়ে থাকা বোমা হাতে তুলে নিয়েছিল এক শিশু। এরপরই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। মাথায় গুরুতর আঘাত লাগে সেই শিশুর। মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় পথের ধারে লুটিয়ে পড়ে শেখ আফরোজ নামে এক শিশু। অপর এক শিশু শেখ আব্রাহাম গুরুতর আহত হয়েছে। দুবার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রসিদপুরের কালচারাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটেছে। সে ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত শেখ আব্রাহাম। প্রথমে ধারণা করা হয়েছিল যে, দুষ্কৃতীরা বাইরে থেকে বোমা এনে বিস্ফোরণ ঘটিয়েছে। তবে পরে জানা গেছে যে, রাস্তার পাশে এক জায়গায় রাখা ছিল বোমা। যেখানে কিছু শিশু খেলাধুলা করছিল। যারা, বল মনে করে এই বোমায় হাত দিতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী।

শেখ আফরোজের দেহ পথের ধারে ছিন্ন-ভিন্ন ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি, বোমা ডিসপোজাল স্কোয়াড কর্মীরা এলাকায় এসে পৌঁছেছেন। কি ধরনের বোমা রাখা ছিল? ঘটনাস্থলের কাছাকাছি আরো কোথাও বোমা রাখা আছে কিনা? সমস্ত কিছুই ক্ষতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় উদ্বেগ বেড়েছে পুলিশ ও প্রশাসনের। এলাকাতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বোমা কারা এখানে এনেছিল? তা এখনো জানতে পারেনি পুলিশ’। সে বিষয়ে জোরদার তদন্ত চলছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!