এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পঞ্চায়েতেও কি বামেদের সঙ্গে জোট করবে কংগ্রেস ! কি বললেন অধীর চৌধুরী !

পঞ্চায়েতেও কি বামেদের সঙ্গে জোট করবে কংগ্রেস ! কি বললেন অধীর চৌধুরী !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তবে এবারের এই নির্বাচনেও কি বামেদের সঙ্গে জোট করে লড়াই করবে কংগ্রেস, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। আর এই পরিস্থিতিতে সেই ব্যাপারে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার বক্তব্য, রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যতটা সম্ভব বামেদের সঙ্গে সমঝোতা করে আমরা লড়াই করব।

প্রসঙ্গত, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখানে পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কংগ্রেস নেতা বলেন, “যদি আমাদের নির্বাচন করতে দেওয়া হয়, যদি ঠিকমতো মানুষকে ভোট দিতে দেওয়া হয়, তাহলে বামেদের সঙ্গে সমঝোতা বা জোট করেই আমরা লড়াই করব। এই মর্মে আমরা কংগ্রেসের নেতা কর্মীদের কাছে নির্দেশ পৌঁছে দিয়েছি যে, যতটা সম্ভব আমরা বামেদের সঙ্গে সমঝোতা করে এবারের পঞ্চায়েতে লড়াই করব।”

বিশেষজ্ঞদের মতে, কংগ্রেস এবং বামেরা দুই পক্ষই চাইছে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে। আর সেই কারণে 2021 এর নির্বাচনে তারা খুব একটা সাফল্য না পেলেও নিজেদের জোটের ধারাকে অব্যাহত রাখতে চাইছে। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনেও বামেদের সঙ্গে জোট করেই লড়াই করার কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!