এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ডাকাবুকো তৃণমূল নেতা খুনে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

ডাকাবুকো তৃণমূল নেতা খুনে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

গত 29 জুন সকালবেলায় তৃণমূল নেতা দিলীপ রাম ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। আর সেই সময়ই তাকে আচমকা বেশ কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ ওঠে। যার ফলশ্রুতিতে সেই তৃণমূল নেতার মাথায় গুলি লাগে এবং তারপরই আশেপাশের লোকজন এসে তাকে স্থানীয় চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথে শ্রীরামপুরের কাছেই মৃত্যু হয় তৃণমূল নেতা দিলীপ রামের। এদিকে তৃণমূল নেতার এই মৃত্যুর পরই গোটা ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানায় মৃতের পরিবার এবং তৃণমূলের কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যে এই ব্যাপারে পুলিশ তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে। যেখানে জানা গেছে যে, এই তৃণমূল নেতা দিলীপ রামকে রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, নিহত তৃণমূল নেতার গতিবিধির ওপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল দুষ্কৃতীরা।

এমনকি এই ঘটনার সঙ্গে ভিন রাজ্যের একটি যোগসূত্র রয়েছে বলেও মনে করছে পুলিশ। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় অর্জুন সিং এবং সঞ্জয় মিশ্র নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান শাটার, একটি 7এমএম পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ত বিজু পাসোয়ানকে গ্রেপ্তার করা যায়নি।

কিন্তু যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ অর্জুন সিং এবং সঞ্জয় মিশ্র, তাদের সাথে মহম্মদ নাসিম এবং বৈজুনাথ রায়ের কোনো মিল আছে কিনা, তা খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দারা। কেননা যে দিন ঘটনাটা ঘটেছিল, সেই সময় নিহত তৃণমূল নেতা দিলীপ রাম বাড়ি থেকে বেরোনোর পর তার ওপর সেই বৈজুনাথ রায় নজর রাখছিল বলে দাবি পুলিশের।

অন্যদিকে মহম্মদ নাসিম ফোনে দিলীপ রামের গতিবিধি ও অবস্থান সম্পর্কে অবহিত করেছিল বলে অভিযোগ। ফলে তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের ঘটনায় যে আগে থেকেই ঘুটি সাজানোর হচ্ছিল, সেই ব্যাপারে আঁচ করতে শুরু করেছে তদন্তকারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!