এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মহালয়ার পুন্য লগ্নে নিজের গড়ে অভিনব উদ্যোগ আর আবেদন শুভেন্দু অধিকারীর

মহালয়ার পুন্য লগ্নে নিজের গড়ে অভিনব উদ্যোগ আর আবেদন শুভেন্দু অধিকারীর


মহালয়ার পুণ্যলগ্নে তমলুকে বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে প্লাস্টিকমুক্ত শহর গড়ার ডাক দিলেন রাজ্যের পরিবহণ তথা পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে তমলুকের সুবর্ণজয়ন্তী ভবনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে তিনি বলেন, কেরলের বন্যা থেকে শিক্ষা নিয়ে ৫০ মাইক্রন পর্যন্ত প্লাস্টিক বন্ধ করার শপথ আমাদের নিতে হবে। আইন ও জরিমানা করে কোনও লাভ হবে না। লাগাতার প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, ধর্ম একার, উৎসব সবার। এই সত্য মাথায় রেখে সকলকে উৎসবের আনন্দে মেতে উঠতে হবে। এদিন তমলুক ছাড়াও নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরের সামনে শহিদ পরিবার ছাড়াও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি যোগ দেন। সন্ধ্যায় হলদিয়ার মঞ্জুশ্রী মোড় সংলগ্ন কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামের পাশে হলদিয়া উন্নয়ন সংস্থার টাকায় তিনি নতুন পার্কের উদ্বোধন করেন। বিবেকান্দের ১২৫তম শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি স্মরণে এই পার্কের নাম বিবেকানন্দের নামে উৎসর্গ করা হয়েছে।
তমলুকের অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, ভাইস চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি, তমলুক শহর তৃণমূলের দিব্যেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন শুভেন্দুবাবু বলেন, আমি শহরের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি। ১৫০ বছরের প্রাচীন এই ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বন্দর ছাড়াও সুভাষচন্দ্র ও শ্রীচৈতন্য পদধুলিধন্য, মা মাতঙ্গিনী হাজরা আত্মবলিদানের ইতিহাস জড়িত রয়েছে। এই শহরকে উন্নয়নের সর্বস্তরে এগিয়ে নিয়ে যেতে হবে। ২০১৮ সাল আমাদের কাছে প্রাপ্তির বছর। মহিষাদলে বিশ্ববিদ্যালয়, তমলুকে মেডিক্যাল কলেজের অনুমোদন, নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন, ১১৬ বি জাতীয় সড়কের নির্মাণ, নার্সিং ট্রেনিং স্কুলের মতো নানা কাজ হচ্ছে। আমরা তমলুকে পথবাতি ও প্যাসেঞ্জার শেডের পরিকল্পনা তৈরি করেছি। পুরসভাকে বলছি, নেচার পার্ক ও সবুজায়নের জন্য আরও গাছ লাগাতে হবে। এই শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজ করতে হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, জানকীনাথ মন্দিরের সামনে দু’টি ব্লকের প্রায় ১০ হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ওই কর্মসূচিতে জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের, নন্দীগ্রাম ১ ব্লক সভাপতি মেঘনাদ পাল, জেলা পরিষদ সদস্য প্রণব মহাপাত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!