এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ, জেনে নিন তার সফরসূচি!

ফের আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ, জেনে নিন তার সফরসূচি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, বৃহস্পতিবার অর্থ্যাৎ রাত পোহালেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। কিন্তু এবারে তার এই বঙ্গ সফরে ঠিক কী কী কর্মসূচি রয়েছে? সূত্রের খবর, কাকদ্বীপে রথযাত্রা কর্মসূচির পর উদ্বাস্তু পরিবারে খাওয়ার কথা রয়েছে অমিত শাহের। স্বভাবতই বাংলায় এসে নির্বাচনের আগে তিনি যে আবার জনসংযোগে মেতে উঠতে চলেছেন, সেই বিষয়টি নিশ্চিত সকলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই নির্বাচনের আগে বাংলায় পাঁচটি রথযাত্রা করার কথা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই সেই রথযাত্রার একটি কর্মসূচির শুভ সুচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কোচবিহার থেকে আরেকটি কর্মসূচির সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই রথযাত্রা কর্মসূচি উপলক্ষেই এবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য।

জানা গেছে, কাকদ্বীপে কলকাতা জোনের রথযাত্রা বা পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে তার। বৃহস্পতিবার সকালে তিনি যাবেন গঙ্গাসাগরে। সেখানে কপিল মুনির আশ্রমে পূজা দিয়ে নিজের এবারের রাজনৈতিক সফর শুরু করবেন তিনি। আর এরপরই কাকদ্বীপ ইন্দিরা ময়দান থেকে রথযাত্রা কর্মসূচির সূচনা করে সুব্রত বিশ্বাসের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার। যেখানে এই উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন সারবেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এর আগে কৃষক পরিবার থেকে শুরু করে দলিত পরিবারের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির হাইপ্রোফাইল নেতারা মধ্যাহ্নভোজন সারার পর এবার সরাসরি উদ্বাস্তু পরিবারের বাড়িতে যাওয়ার উদ্যোগ নেওয়ায় রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, ভোটের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের এটা একটা রাজনৈতিক কৌশল।

বাংলা দখল তাদের কাছে এখন পাখির চোখ। তাই সেই কারণে নিজেদের লক্ষ্য পূরণ করতে বিজেপির কেন্দ্রীয় স্তরের হাইপ্রোফাইল নেতারা প্রায়শই রাজ্যে আসতে শুরু করেছেন। এক্ষেত্রে তাদের প্রধান টার্গেট হচ্ছে রাজ্যের গরীব মানুষেরা। যার ফলে কিছুদিন আগে রাজ্য থেকে ঘুরে গেলেও, আবার রাত পোহালেই রাজ্যে এসে নিজের রাজনৈতিক কর্মসূচি করবেন অমিত শাহ। নির্বাচনের আগে যা বিজেপি নেতা কর্মীদের যথেষ্ট উজ্জীবিত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!