শিলিগুড়ি পুরসভাতে চূড়ান্ত ডামাডোল, পরিষেবা নিয়ে আতঙ্কে শহরবাসী বিশেষ খবর রাজ্য December 22, 2017 শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পিএইচই) চূড়ান্ত বিবাদ আর তার ফল ভুগতে হতে পারে সাধারণ মানুষকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এশিয়ান হাইওয়ে ২ সড়ক তৈরির জন্য শিলিগুড়ি পুরসভার ফুলবাড়ীতে জল সরবরাহের ট্রিটমেন্ট প্লান্টের পাইপ লাইন সরাতে হবে এবং এই কারনে আগামী ৩রা থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত জল সরবরাহ বন্ধ রেখে ওই কাজ করা হবে। ফলে ওই সময় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পিএইচই) খরচে শিলিগুড়ি পুরসভা শহরের বাসিন্দাদের বিকল্প উপায়ে পানীয় জল সরবরাহ করতে চায়। বৃহস্পতিবার মেয়র অশোক ভট্টাচার্য বলেন, এর আগের বার পিএইচই জল সরবরাহ বন্ধ করে কাজ করলে আমরাই বিকল্প উপায়ে জল সরবরাহের জন্য ২০ লক্ষ টাকা নিজস্ব ফান্ড থেকে খরচ করেছিলাম, সেই টাকা পিএইচই আজ পর্যন্ত দেয় নি। আর তাই এবার টাকা না পেলে কোনোভাবেই বিকল্প ভাবে জলের ব্যবস্থা করা সম্ভব নয়। অন্যদিকে পিএইচই এর শিলিগুড়ির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ সেন বলেন, পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে যা ঠিক হয়েছিল আমরা সেভাবেই কাজ করেছি। আর এই নিয়েই পুরসভা মেয়র ও পিএইচই এর মধ্যে তীব্র হয়েছে দ্বন্দ্ব, যার আশু সমাধান না হলে পানীয় জল সমস্যায় ভুগতে হবে শহরবাসীকে, সঙ্গে ব্যাহত হবে পরিষেবাও। আপনার মতামত জানান -