এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অশান্তি ছড়াচ্ছে টুপি কিনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

অশান্তি ছড়াচ্ছে টুপি কিনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের!


 

সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জি সংশোধনী বিল সংসদে পাশ হয়ে গিয়েছে। যার পরেই সেই বিলে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে সেই বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। এদিকে জাতীয় নাগরিকপঞ্জি সংশোধনী আইন প্রতিষ্ঠিত হওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুনে জ্বলতে শুরু করে।

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলে পরিচিত মালদহ, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। কোথাও রেলস্টেশন ভস্মীভূত করে দেওয়ার ঘটনা, আবার কোথাও বাস পুড়িয়ে দেওয়ার মত ঘটনা ঘটতে দেখা যায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুপ্রবেশকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই হামলা চালাচ্ছে। কারণ যারা হামলা চালাচ্ছে তাদের মাথায় টুপি দেখা যাচ্ছে।

আর বিজেপির এহেন দাবির পরেই রাজ্য রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়ায়। কেন বেছে বেছে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করছে, এবার তা নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অনুপ্রবেশকারীরাই জ্বলন্ত বিক্ষোভ ঘটাচ্ছে বলে অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন রানী রাসমনির সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা দেশে অশান্তি ছড়াতে বিজেপি টুপি কিনছে। আর সেই টুপি পরিয়ে শুক্রবার কয়েকজনকে বাজারে ছাড়া হবে, যাতে অশান্তি ছড়ানো যায়।” অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই অশান্তির ঘটনার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে দায়ী করার চেষ্টা হলেও, বিজেপিই যে মুসলিমদের টুপি কিনে কয়েকজনকে বাজারে ছেড়ে দিচ্ছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন যুক্তি নিয়ে ধন্দে রয়েছে রাজনৈতিক মহল। একাংশ বলছেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে। ফলে বিজেপি চাইবে না, এই বিলের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ হোক। তাই সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন, এই গণ্ডগোলের পেছনে বিজেপির হাত রয়েছে, সেই দাবি কতটা সত্যি! তা নিয়ে জল্পনা রয়েছে।

অন্যদিকে ফেক ভিডিও করেও অশান্তি ছড়ানো হচ্ছে বলে রানী রাসমনির সভা থেকে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভোটার তালিকায় 50 থেকে 60 জনের নাম অনলাইনে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে গেরুয়া শিবির বলেও বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিবিরোধী এসব মন্তব্য রীতিমতো নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এখন তৃণমূল নেত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে গেরুয়া শিবিরের তরফে কি প্রতিক্রিয়া আসে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!