এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর সভা দিয়েই কি ২০২১ এর দামামা বাজাতে চলেছে বঙ্গ বিজেপি? সভা ঘিরে জোর জল্পনা !

প্রধানমন্ত্রীর সভা দিয়েই কি ২০২১ এর দামামা বাজাতে চলেছে বঙ্গ বিজেপি? সভা ঘিরে জোর জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর বিজেপি। আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের বঙ্গ সফর শেষ করে তিনি ফিরে গিয়েছেন দিল্লিতে। এবার বিজেপিকে উজ্জীবিত করতে রাজ্যে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের খবর, আগামী বছরের প্রথম মাসেই পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপির যুব সম্মেলনে যোগ দিতে পারেন তিনি। সূত্রের খবর, আগামী বছরের ২১ সে শে জানুয়ারি বা ২২ সে জানুয়ারি প্রধানমন্ত্রী নেতাজী ইনডোর স্টেডিয়ামে সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। এদিকে আগামী ১২ ই জানুয়ারি থেকে ২৩ সে জানুয়ারি প্রায় দুসপ্তাহ জুড়ে রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত নিল বিজেপি।

বিজেপি সূত্রের খবর, এক পক্ষকালের এই সম্মেলন চলবে বিধানসভা, জেলা ও রাজ্যস্তরে। স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে শুরু হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিন পর্যন্ত এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল বিজেপির যুব মোর্চা। বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের যুবসমাজকে বিশেষ বার্তা দিতে, তথা যুব সমাজকে বিজেপিমুখী করতেই বাংলার এই দুজন বিশ্ববিখ্যাত মহাপুরুষকে নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি। এই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন পশ্চিমবঙ্গে এসে।

এভাবে, প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আগামী জানুয়ারি মাসেই ভোটের রণবাদ্য বাজাতে চাইছে বিজেপি। এ প্রসঙ্গে জনৈক বিজেপি নেতা জানালেন যে, তাঁরা ধরেই নিয়েছেন আগামী ২৩ সে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিনে রাজ্য সরকার তাঁদের নেতাজী ইনডোর স্টেডিয়াম ভাড়া দেবে না। এ কারণেই তার দু’একদিন আগেই যুব সম্মেলন করতে চাইছেন তাঁরা। তবে, প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, দুদিন আগেও যদি নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ভাড়া না পাওয়া যায়, তবে বিকল্প প্রেক্ষাগৃহ হাতে আছে তাঁদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সদ্যই বঙ্গ সফর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে, ভোট সম্পর্কে অভিজ্ঞ বা প্রতিষ্ঠিত ভোট কুশলীদের দলে বাড়তি গুরুত্ব দিতে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করল দল। এ কারণেই গতকাল বিজেপির হেস্টিংস অফিসে ডাকা হয়েছিল বীরভূমের লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামকে। বিজেপি নেতা মনিরুল ইসলাম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তাঁর অতীতের বিভিন্ন রকম কার্যকলাপ ও প্রধানত সংঘের আপত্তির কারণেই দীর্ঘ সময় দলে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল।

তবে, আগামী নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ভোট করতে জানা বা ভোট সম্পর্কে যারা পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে দলে বাড়তি গুরুত্ব দিতে। আবার ভোট কুশলী অন্যান্য দলের নেতাদের অন্য দল থেকে বিজেপিতে আনার চেষ্টা চালাতে। এদিকে, গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। বস্তুত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি। এই নির্বাচনে দল যাতে সমস্ত দিক থেকে সাফল্য লাভ করে তার প্রচেষ্টা চলছে বিজেপির পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!