এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর নামে পোস্টার অব্যাহত, শাসকদলের তরজার মাঝেই নন্দীগ্রামে খুলল বাম-কার্যালয়? বাড়ছে জল্পনা!

শুভেন্দুর নামে পোস্টার অব্যাহত, শাসকদলের তরজার মাঝেই নন্দীগ্রামে খুলল বাম-কার্যালয়? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় বামেদের শক্ত ঘাঁটি থাকলেও সেই পূর্ব মেদিনীপুর থেকেই পরিবর্তনের আওয়াজ উঠতে শুরু করে। যেখানে নন্দীগ্রামে গণ আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস 2011 সালের আগে তৎকালীন বাম সরকারের অস্বস্তি বাড়িয়ে দেয়। যা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী থেকে এগিয়ে দেয় মুখ্যমন্ত্রীর আসনের দিকে। আর নন্দীগ্রামের এই গণ-আন্দোলন সাফল্য পাওয়ার পেছনে যাদের ভূমিকা অনস্বীকার্য, তারা হলেন অধিকারী পরিবার। এই গণ-আন্দোলন থেকেই এক প্রকার রাজনৈতিক উত্থান ঘটতে দেখা যায় শুভেন্দু অধিকারীর। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

2011 সালে রাজ্যে পরিবর্তনের পর দিনকে দিন গুরুত্ব বাড়তে শুরু করে সেই অধিকারী পরিবারের। গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার কথা, সেখানে দায়িত্ব দেওয়া হয় সেই শুভেন্দু অধিকারীর ওপর। ধীরে ধীরে জননেতার জায়গা দখল করেন তিনি। কিন্তু এখন সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। কেননা এক সময় সাফল্য পাইয়ে দেওয়া এই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে দলে গুরুত্ব দেয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন একাংশ।

এমত পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারী জল্পনা বাড়িয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। যেখানে দল কিংবা নেত্রীর কোনো নাম নিতে দেখা যাচ্ছে না তাকে। উল্টে বিভিন্ন জায়গায় জেলা সফর করছেন তিনি। কিন্তু সেই নির্দিষ্ট জেলার জেলা প্রশাসন থেকে শুরু করে দল তৃণমূল কংগ্রেস, কেউ তার সফরের ব্যাপারে কিছুই জানে না। স্বাভাবিকভাবেই এমত পরিস্থিতিতে এই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। আর এরই মাঝে দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়া বামফ্রন্ট আবার নতুন করে মাথাচাড়া দিতে শুরু করল।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার পড়তে দেখা যাচ্ছে। যেখানে তৃণমূলের কোনো প্রতীক নেই। তবে সেই পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি থাকার পাশাপাশি নিচে লেখা রয়েছে, ‘আমরা দাদার অনুগামী’। স্বাভাবিক ভাবেই এই পোস্টারকে কেন্দ্র করে এমনিতেই ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী হয়ত বা নতুন মঞ্চ গঠন করতে পারেন।

তাই তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে “দাদার অনুগামী” মঞ্চের পক্ষ থেকে তিনি নিজের রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তৃণমূলের এক গোষ্ঠী অবশ্য শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টার টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক সরব হয়েছে। আর এরই মাঝে হঠাৎ করেই নন্দীগ্রামে দীর্ঘদিন বন্ধ থাকা বামেদের দলীয় কার্যালয় খুলতে দেখা গেল। যার ফলে অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি এর পেছনে শুভেন্দু অধিকারীর কোনো ভূমিকা রয়েছে! কেননা এখানেই শুভেন্দু অধিকারীর দাপটে লক্ষ্মণ শেঠের মত নেতাকে পিছু হটতে হয়েছে। পূর্ব মেদিনীপুরের মত তৃণমূলের শক্ত ঘাঁটিতে শুভেন্দু অধিকারী থাকার সময় কিভাবে বামেরা তাদের দলীয় কার্যালয় দীর্ঘদিন পরে খুলতে সক্ষম হল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, সময়টা বড় গুরুত্বপূর্ণ। এতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার সময় বামেরা সেইভাবে মাথাচাড়া দিতে পারেনি। কিন্তু এবার সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তৈরি হতেই এখানে বামেরা তাদের দলীয় কার্যালয়ে খুলতে শুরু করল‌। তাহলে কি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা নিতে শুরু করল বামফ্রন্ট! তাই নিজেদের পুরনো ঘাঁটিকে শক্তিশালী করতে আবার তারা সক্রিয় হল! অনেকে বলছেন, যে পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর কথা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেই পূর্ব মেদিনীপুর জেলায় এভাবে সক্রিয় হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক কারণ রয়েছে !

অনেকে নিশ্চিত যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই তার সুবিধা নিতে শুরু করল বামফ্রন্ট। আর তাই 2011 সাল থেকে কার্যত এইখানে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বামেরা এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফসল নিতে তাদের দলীয় কার্যালয় খুলে আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিল। তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা মাঝেই নন্দীগ্রামে এভাবে বামেদের কার্যালয় খোলা আগামীদিনে এখানকার রাজনৈতিক সমীকরণকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!