এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিল্প সম্মেলনে বড়সড় সাফল্য, বিরাট ঘোষণা মমতার!

শিল্প সম্মেলনে বড়সড় সাফল্য, বিরাট ঘোষণা মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনার কারণে দুই বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত করেনি রাজ্য সরকার। কিন্তু এবার সেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর সেই সম্মেলনের দ্বিতীয় দিনেই বক্তব্য রাখতে গিয়ে ব্যাপক সাফল্য এসেছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই কার্যত উচ্ছ্বসিত নবান্ন।সূত্রের খবর, এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই সম্মেলনের মধ্য দিয়ে কি সাফল্য এসেছে, তা তুলে ধরেন তিনি।

এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “গত দুই দিনে 3 লক্ষ 42 হাজার 375 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কারণেই এই সাফল্য। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রাজ্যে 1 কোটি 30 লক্ষ মানুষ যুক্ত। শুধুমাত্র এই সম্মেলন থেকেই 40 লক্ষ নতুন কর্মসংস্থান হতে চলেছে।” বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী এই কথা বলে শিল্প সম্মেলনের গুরুত্ব বোঝাতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন, এই শিল্প সম্মেলনের মধ্য দিয়েই আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নতি সাধিত হবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!