এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম জড়াল খুনের মামলায়, আসরে সিআইডি

পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম জড়াল খুনের মামলায়, আসরে সিআইডি


রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেল এক খুনের মামলায়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে রেললাইনের ধার থেকে কাঁথির পরিচিত ব্যবসায়ী অশোক কামিল্যার মৃতদেহ উদ্ধার করে জিআরপি। এরপরেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, কিন্তু তা মানতে নারাজ মৃত অশোকবাবুর স্ত্রী মিতাদেবী, তিনি একে ‘পরিকল্পিত খুনের ঘটনা’ বলে অভিযোগ করেন। তাঁর আইনজীবীর বক্তব্য, সরকারি আইনজীবীর বক্তব্য অনুযায়ী, পুলিশের ময়নাতদন্তে জানা গেছে মৃত অশোক কামিল্যা জলে ডুবে মারা গিয়েছেন। জলে ডুবেই যদি মারা যাবেন, তাহলে মৃতদেহ রেললাইনের পাশে কিভাবে পাওয়া গেল?
অন্যদিকে, মিতাদেবীর অভিযোগ, মৃত অশোকবাবুর দোকান এবং জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে সৌমেন্দুবাবু সহ আটজনের সঙ্গে গোলমাল চলছিল, তাঁরাই লোক দিয়ে অশোকবাবুকে খুন করিয়ে মৃতদেহ রেললাইনে ফেলে দিয়েছেন এবং প্রমাণ লোপাট করেছেন, এমনকি পুলিশকে চাপ দিয়ে তদন্তও করতে দেননি। যদিও সৌমেন্দুবাবুর আইনজীবী সব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, অভিযোগ ঠিক নয়, পুলিশ সৌমেন্দুবাবুর মোবাইলের রেকর্ড খতিয়ে দেখে জানতে পেরেছে, ঘটনার দিন মায়ের চিকিত্‍সার জন্য তিনি কলকাতায় ছিলেন। খুনের অভিযোগ বলেই সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়েছে। কিন্তু পরিবহণমন্ত্রীর ভাইয়ের নাম এইভাবে খুনের ঘটনায় সরাসরি জড়িয়ে যাওয়ায় কার্যতই অস্বস্তিতে শাসকদল।

** সৌমেন্দুবাবুর ছবিটি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহিত

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!