বীরভূমে ‘নিজেদের ভুল বুঝতে পেরে’ তৃণমূলের হয়ে প্রচারে নামছেন বিজেপি প্রার্থীরা রাজ্য May 2, 2018 বীরভূমে ‘নিজেদের ভুল বুঝতে পেরে’ তৃণমূলের হয়ে প্রচারে নামছেন বিজেপি প্রার্থীরা। বীরভূমের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ময়ুরেশ্বর-২ ব্লকে মোট ১১ টি আসনের মধ্যে ৫ টি আসনে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই আর বাকি ৬ টিতে বিজেপি মনোনয়ন জমা দিয়েছে। এই ৬ টি আসনে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেও এদিন ময়ূরেশ্বর ব্লকের খাদ্য কর্মাধক্ষ্য জটিলেশ্বর মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ৬ জন বিজেপি কর্মী। এমনকি বিজেপির হয়ে জমা দেওয়া মনোনয়নও তারা প্রত্যাহার করে নি। শুধু তাই নয় তৃণমূলের চাপানো লিফলেটে তৃণমূলের হয়ে তারা ভোট চাইবেন বলে জানা গেছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই বিষয়ে বীরভূমের বিজেপি সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল এদিন বলেন, ‘একদিকে প্রশাসনের চাপ। অন্যদিকে তৃণমূল নেতাদের চাপ। বাধ্য হয়ে আমাদের কর্মীরা এই সিদ্ধান্ত নিচ্ছেন। একটা অরাজকতা চলছে। জানি না কতদূর কী করতে পারব। লড়বে বলেই মনোনয়ন দাখিল করেছিল। কিন্তু মেরে ফেলার হুমকি দিলে কী আর করবে।’ এর পাল্টা জবাবে তৃণমূল জানায়, কোনো ভয় দেখানো বা হুমকি দিয়ে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই বীরভূমে তৃণমূলের এত জয়জয়কার। বিরোধীদল তা বুঝে নিলে তাদেরই সুবিধা হবে। আপনার মতামত জানান -