এখন পড়ছেন
হোম > রাজ্য > নিজের গড়ে শ্রমিক দিবসে শক্তি প্রদর্শন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

নিজের গড়ে শ্রমিক দিবসে শক্তি প্রদর্শন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী


১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, আর এই দিনটি মে দিবস হিসেবেই অধিক পরিচিত। এই উপলক্ষ্যে জেলায় জেলায় পালিত হচ্ছে শ্রমিক দিবস। অন্য সব জেলার মতো পূর্ব মেদিনীপুরের শিল্প নগরী হলদিয়াতেও সাড়ম্বরে পালিত হলো এই দিনটি। এদিন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় ১০ হাজার শ্রমিক এদিন মিছিলে হাঁটলেন। অন্যসকল শ্রমিকের মতো মিছিলে উপস্থিত ছিলেন আজিজুল রহমান, শিবনাথ সরকার, আজগর আলি প্রমুখ শ্রমিক নেতা। পদ যাত্রায় অংশ গ্রহনকারী প্রায় সকলেই ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সকালে হলদিয়ার দূর্গাচকের এক্সাইড মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে দূর্গাচক মোড়ে এসেই শেষ হয় শ্রমিক দিবসের এই পদযাত্রা। এছাড়াও পরিবহন মন্ত্রী একটি পথ সভার ও আয়োজন করেছিলেন । সভায় পরিবহন মন্ত্রী নিজের বক্তব্যে জানালেন , যাঁরা দিনরাত এক করে নিজেদের শ্রমের বিনিময়ে অন্যের মুখে হাসি ফুটিয়ে তোলে এই একটি দিন তাঁদের জন্য। তাঁদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেওয়া ‘পাশে আছি’। শহর জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নির্মীয়মাণ সৌধের প্রকৃত বাহক তাঁরাই। তাঁদের শ্রম ছাড়া বৃথা সেই সৌন্দর্যায়ন। বাংলায় সেই শ্রমিকদের কোনও খেদ থাকুক তা তিনি চান না । তিনি আরোও জানালেন ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সকল প্রকার সমস্যা দূর করতে হবে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ও আহ্বান জানালেন এদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!