এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাহুল সিনহার হাত ধরে সিপিএম ও তৃণমূল থেকে ২,৫০০ কর্মী-সমর্থকের বিজেপিতে যোগ

রাহুল সিনহার হাত ধরে সিপিএম ও তৃণমূল থেকে ২,৫০০ কর্মী-সমর্থকের বিজেপিতে যোগ


আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার উপলক্ষে গতকাল পুরুলিয়ার মানবাজার বোরোর হাটতলা ময়দানে এক দলীয় জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা ও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। গোটা সভা জুড়েই উচ্চগ্রামে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন করেন রাহুল সিনহা, সায়ন্তন বসু সহ অন্যান্য বিজেপি নেতারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সভার শেষে, প্রায় ২,৫০০ কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে বরণ করে নেন রাহুল সিনহা ও সায়ন্তন বসু। বিজেপি সূত্রের খবর, এঁদের মধ্যে প্রায় ৫০০ জন সিপিআইএম ছেড়ে ও ২ হাজার জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন। বিজেপিতে যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন, বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশ্বিনী মাহাতো, পঞ্চায়েত সমিতির সদস্য অশোককুমার হেমব্রম প্রমুখ।

https://www.youtube.com/watch?v=bmbT117ZEkc

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!