রাহুল সিনহার হাত ধরে সিপিএম ও তৃণমূল থেকে ২,৫০০ কর্মী-সমর্থকের বিজেপিতে যোগ বিশেষ খবর রাজ্য May 5, 2018 আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার উপলক্ষে গতকাল পুরুলিয়ার মানবাজার বোরোর হাটতলা ময়দানে এক দলীয় জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা ও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। গোটা সভা জুড়েই উচ্চগ্রামে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন করেন রাহুল সিনহা, সায়ন্তন বসু সহ অন্যান্য বিজেপি নেতারা। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে সভার শেষে, প্রায় ২,৫০০ কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে বরণ করে নেন রাহুল সিনহা ও সায়ন্তন বসু। বিজেপি সূত্রের খবর, এঁদের মধ্যে প্রায় ৫০০ জন সিপিআইএম ছেড়ে ও ২ হাজার জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন। বিজেপিতে যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন, বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশ্বিনী মাহাতো, পঞ্চায়েত সমিতির সদস্য অশোককুমার হেমব্রম প্রমুখ। https://www.youtube.com/watch?v=bmbT117ZEkc আপনার মতামত জানান -