এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হেভিওয়েট নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েও পাচ্ছেন না পদ! চূড়ান্ত হতাশা অনুগামীদের মধ্যে

হেভিওয়েট নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েও পাচ্ছেন না পদ! চূড়ান্ত হতাশা অনুগামীদের মধ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় 13 মাস পর বিজেপি ছেড়ে আবার নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস ফিরে এসেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্লব মিত্র। একসময় জেলার সংগঠনের সমস্ত কিছু দেখভাল করতেন তিনি। গত লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হতে শুরু করে। অর্পিতা ঘোষ পরাজিত হওয়ার কারণে সেই বিপ্লব মিত্রকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই বিজেপিতে যোগদান করেন তিনি। তবে গেরুয়া শিবিরে যোগদান করেও তেমন ভাবে কোনো লাভ করতে পারেননি বিপ্লব মিত্র।

যার ফলস্বরুপ দীর্ঘদিন ঘরে বসে থাকলেও, সম্প্রতি তৃণমুল ভবনে গিয়ে ফের ঘাসফুল শিবিরে নাম লেখান দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি। তবে একসময় তিনি সংগঠনের সমস্ত কিছু দেখভাল করতেন, সেই বিপ্লব মিত্র তৃণমূল ফিরলেও তাকে কি পদ দেওয়া হবে, তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলের মধ্যে। ইতিমধ্যেই তার অনুগামীরা প্রমাদ গুনতে শুরু করেছেন, দাদা জেলায় ফিরলে রাজ্য থেকে বড় কোনো পদ নিয়েই জেলায় ফিরবেন। নানা মহলে যখন এই ব্যাপারে গুঞ্জন চলছে, ঠিক তখনই বিপ্লব মিত্রকে যে আপাতত কোনো পদ দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে বিশেষ সূত্র মারফত খবর পাওয়া গেল।

জানা গেছে, আগামী মঙ্গল বা বুধবার মালদহ হয়ে জেলায় ফিরতে পারেন বিপ্লব মিত্র। ইতিমধ্যেই তার অনুগামীরা প্রচুর গাড়ি নিয়ে সেই মালদহ যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে দীর্ঘদিন অপ্রাসঙ্গিক হয়ে থাকলেও, বিপ্লব মিত্র তৃণমূলে যোগদানের পর তাকে দল গুরুত্বপূর্ণ পদ দেবে মনে করা হলেও, রাজ্য নেতৃত্ব এর ব্যাপারে অন্য মনোভাব পোষণ করছে বলেই দাবি করছেন একাংশ। জানা গেছে, রাজ্যের মনোভাব, এখনই কোনো পদ নয়। আপাতত ধীরে চলো নীতি নেওয়া হবে বিপ্লব মিত্রের ক্ষেত্রে। অর্থাৎ বিপ্লব মিত্র তৃণমূলে যোগদানের পর তার পারফরম্যান্স দেখেই তাকে গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইছে ঘাসফুল শিবির বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই ব্যাপারে বিপ্লব মিত্রের অনুগামী বলে পরিচিত বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল বলেন, “বিপ্লব মিত্র ছাড়ার পর আমাদের কোণঠাসা করে দেওয়া হয়েছিল। এখন বিপ্লবদা দলে ফিরেছেন। নতুন করে কাজ করার ইচ্ছা আরও বাড়বে। রাজ্য নেতৃত্বের উচিত, বিপ্লবদাকে বড় কোনো পদ দেওয়া।” তাহলে কি বিপ্লব মিত্রকে কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হবে না? দল কি এখন শুধুমাত্র তার পরীক্ষা নেবে? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন, “বিপ্লবদা লড়াকু নেতা। অনেক অভিজ্ঞ। আমরাও তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাকে কোন পদ দেওয়া হবে কিনা, এই বিষয়টা রাজ্য নেতৃত্ব দেখছে। এখানে আমাদের কিছু বলার নেই।”

কিন্তু যাকে নিয়ে এত কিছু, সেই বিপ্লব মিত্র কি বলছেন? এদিন তিনি বলেন, “আগামী মঙ্গল বা বুধবার জেলায় ফিরব। এখন আমার মূল লক্ষ্য দলের সংগঠনকে শক্তিশালী করা। যাতে একুশের বিধানসভা নির্বাচনে জেলার ছয়টি আসনই নেত্রীকে উপহার দিতে পারি। এখনও অবধি কোনো পদ আমাকে দেওয়া হয়নি। এই ব্যাপারে রাজ্য নেতৃত্ব যা ভালো মনে করবে, সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনের ক্ষত তৃণমূল শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত ভুলতে পারেনি। তাই বিপ্লব মিত্রকে দলে নিলেওহ তাকে শিক্ষা দিতে এখন কাজের মধ্যে দিয়ে তার পারফরম্যান্স দেখে তাকে পদ দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে বেশ কিছুটা সময় নিয়ে বিপ্লব মিত্রের ধৈর্যের পরীক্ষা যেমন নেবে শাসকদল, ঠিক তেমনই কিভাবে দলকে চাঙ্গা করছেন বিপ্লব মিত্র, সেই ব্যাপারটির দিকেও নজর রাখবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ এখনই যে বিপ্লব মিত্রকে দলে কোনোরকম পদ দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!