তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বিস্ফোরণ, এলাকায় তীব্র চাঞ্চল্য বিশেষ খবর রাজ্য January 7, 2018 গতকাল বেলদা থানার গম্ভীরা এলাকায় তৃণমূল বুথ সভাপতি মমিন শার বাড়িতে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে জখম হয়েছেন মমিন শার কন্যা। আর এই ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মমিন শাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, কোনওভাবে মজুত করা বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান। যদিও পুলিশের এই অনুমান উড়িয়ে দিয়েছেন মমিন শা স্বয়ং। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ত্বের বক্তব্য, একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি, পুলিশ তদন্ত করে দেখছে। আপনার মতামত জানান -