এখন পড়ছেন
হোম > জাতীয় > নিয়মের গেড়োতেই মুকুল রায়ের বিজেপিতে যোগদান আটকে

নিয়মের গেড়োতেই মুকুল রায়ের বিজেপিতে যোগদান আটকে


বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্বের ভরসাতেই তৃণমূল সঙ্গ ত্যাগ করেছিলেন একদা তৃণমূলের অঘোষিত দুনম্বর মুকুল রায়। কিন্তু দুর্গাপূজার আগেই তৃণমূল ত্যাগ করলেও, এখনও তিনি তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে কিছুই ঘোষণা করতে পারেননি।কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে মনে হচ্ছে নতুন দল নয় তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন।কিন্তু মুকুল বাবুর গেরুয়া শিবির যাত্রা আটকে যাচ্ছে নিয়মের গেড়োয়!
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপিতে যোগদানের নিয়ম হচ্ছে যিনি যোগ দিচ্ছেন সেই অঞ্চলের বিজেপি প্রধানের কাছে আবেদন করতে হবে এবং তাঁর অনুমতিসাপেক্ষে তবেই বিজেপিতে যোগদান সম্ভব।তাই এক্ষেত্রে মুকুলবাবুকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে লিখিত আবেদন করতে হবে আর সেই পরিপ্রেক্ষিতে দিলীপবাবুর অনুমতি সাপেক্ষে মুকুলবাবু বিজেপিতে যোগদান করতে পারেন।কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী মুকুলবাবু এই প্রক্রিয়ায় যোগদান করতে চান না। কেননা এইভাবে আবেদনের ভিত্তিতে যোগদান করলে তাঁর নিজস্ব দাবিদাওয়া থেকে পিছু হটতে হবে। এছাড়াও বিজেপির একটি অংশ আগামী ভবিষ্যতে মুকুলবাবুকেই বিজেপির বাংলার রাজ্য সভাপতি হিসাবে দেখতে চাইছে, তাই সেই সম্ভাবনা মাথায় রেখে এখন থেকে রাজ্যনেতাদের কাছে মাথা নোয়াতে রাজি নন মুকুলবাবু।তিনি চান সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ত্বের হাত ধরে সর্বভারতীয় কোন পদ নিয়ে বিজেপিতে যোগদান করতে, তাতে করে আগামীদিনে বিজেপির বর্তমান রাজ্যনেতাদের মাথার উপর বসা তাঁর ক্ষেত্রে সুবিধাজনক হবে। আর দুপক্ষই এই নিয়ে অনমনীয় মনোভাব দেখানোই ক্রমশ পিছোচ্ছে মুকুল রায়ের বিজেপিতে যোগদান।তাঁর একমাত্র ভরসা এখন বিজেপির সার্ভারতীয় সভাপতি অমিত শাহের স্নেহের হাত তাঁর মাথায়। তাই দেখার অমিত শাহ মুকুলবাবুকে দলে নিতে রাজ্যনেতাদের না চটিয়ে কি ফর্মুলা বার করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!