এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণে কেন অনুপস্থিত শুভেন্দু! নিজেই জানালেন গোপন খবর!

নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণে কেন অনুপস্থিত শুভেন্দু! নিজেই জানালেন গোপন খবর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় একাধিক নতুন মুখকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও অনুপস্থিত থাকতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে কেন তিনি উপস্থিত থাকলেন না, সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

সুখের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি মন্ত্রীসভার তালিকা দেখছিলাম। সেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনায় দুজন ব্যক্তিকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। একজন উদয়ন গুহ, আর একজন পার্থ ভৌমিক। তাই সেখানে আমি গেলে বিজেপির যারা ভোট দিয়ে আক্রান্ত হয়েছেন, যারা সনাতনী হিন্দু, তারা দুঃখ পেতেন। আর ওখানে গিয়ে আমাকে এই মন্ত্রীদের শপথ গ্রহণ দেখে চুপচাপ বসে থাকতে হতো। তাই যারা ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত, তারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন, আর আমি বসে থেকে দেখব, সেই কারণে যাইনি।”

অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যারা নতুন মন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে একাংশ যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত, সেই বিষয়টি স্পষ্ট করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!