এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে তির, ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা !

কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে তির, ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার বিভিন্ন এলাকা। যার মধ্যে ছিল কোচবিহারও। তবে মনোনয়ন পর্ব জমা করার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজ্যে হিংসা কিন্তু থামছে না। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটার সাহেবগঞ্জ এলাকা।

প্রসঙ্গত, এদিন দিনহাটার সাহেবগঞ্জের বিডিও অফিসে বিজেপি প্রার্থীরা স্ক্রুটিনির জন্য অংশগ্রহণ করতে যান। কিন্তু সেখানে তাদের উপর হামলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এলাকায় পৌঁছতেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়া হয়। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক।

বিশেষজ্ঞদের মতে, সামান্য একটা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা হচ্ছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত প্রশ্নের মুখে। কেন তৃণমূল শাসক দলে থাকা সত্বে এইভাবে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী নেতাদের উপর হামলা করছে! কেন তাকে সামাল দিতে পারছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়! ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে দিনহাটার উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে কতটা সক্ষম হয় নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!