এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রশ্নফাঁস কাণ্ডে নয়া মোড় – বড়সড় স্বীকারোক্তি প্রশ্নফাঁসকারীর, জানুন বিস্তারিত

প্রশ্নফাঁস কাণ্ডে নয়া মোড় – বড়সড় স্বীকারোক্তি প্রশ্নফাঁসকারীর, জানুন বিস্তারিত

এ যেন “সর্ষের মধ্যেই ভূত”- প্রশ্ন ছাপাখানার বিরুদ্ধেই এবার উঠল প্রশ্নপাচারের অভিযোগ। সূত্রের খবর, মধ্যমগ্রামের এক বেসরকারি ছাপাখানা সংস্থা উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ছাপার বরাত পায়। আর সেই প্রশ্ন ছাপার কাজ করেন সেই কারখানারই প্রাক্তন কর্মী অশোক দেব চৌধুরী।

জানা যায়, এই প্রশ্নপত্র পড়ুয়াদের কাছে দেওয়ার বিনিময়ে রাজ্যের এই ছাপাখানা সংস্থা উত্তরপ্রদেশের 50 পড়ুয়ার কাছ থেকে 15 লক্ষ টাকা নেয়।  আর এরপরেই সবকিছু জানার সাথে সাথে সেই কাজ ছেড়ে দেন এই অশোক দেব চৌধুরী। ইতিমধ্যেই তিনি এই ব্যাপারে ওই ছাপাখানা সংস্থার বিরুদ্ধে বাংলা এবং উত্তরপ্রদেশের সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ এবং সিআইডির কাছে অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ, এখনও পর্যন্ত পুলিশ এই ব্যাপারে কোনোও পদক্ষেপ না করায় এবার আদালতের দ্বারস্থ হলেন এই অশোক দেব চৌধুরী। সূত্রের খবর, এদিন অভিযোগকারী আশোক দেব চৌধুরীর আইনজীবী চন্দ্রশেখর বাগ বলেন, “অভিযোগ করায় ওই সংস্থা আমার মক্কেলকে খুনের হুমকি দিচ্ছে। অথচ পুলিশ নির্বিকার। তাই এই ব্যাপারে বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে তিনি পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মূল অভিযোগকারী অশোক দেব চৌধুরী বলেন, “আমি না বুঝেই ওদের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলাম। এই দুর্নীতি বন্ধ করতে পুলিশের সদর্থক ভূমিকা নেওয়া উচিত।” তবে শুধু এই শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র নয়, জয়েন্ট এন্ট্রার্স বোর্ডের প্রশ্নপত্রেও ওই সংস্থা গরমিল করতে পারে বলে এদিন অভিযোগ করেন তিনি। এই বিষয়টি যে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে সেই ব্যাপারে এদিন স্পষ্ট জানিয়ে দেন বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক এবং সিআইডি ডিআইজি নিশাদ পারভেজ। তবে যাঁদের বিরুদ্ধে এত অভিযোগ সেই ছাপাখানা সংস্থার পক্ষ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে এখন প্রশ্নফাঁস কান্ডে নাম জড়াল মধ্যমগ্রামের এক বেসরকারি ছাপাখানা সংস্থার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!