এখন পড়ছেন
হোম > জাতীয় > ঠেকে শেখা, দলের নবাগত নেতাদের নিয়ে এবার বড়সড় পরিকল্পনা বিজেপির

ঠেকে শেখা, দলের নবাগত নেতাদের নিয়ে এবার বড়সড় পরিকল্পনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ঢল নেমেছিল। একের পর এক তাবড় তাবড় নেতৃত্ব তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। দলের একাংশের অভিযোগ, নবাগতদের অধিক গুরুত্ব দিতে গিয়ে পুরনো নেতাদের কোণঠাসা করা হয়েছিল। যার হাতে হাতে পেয়েছে বিজেপি। মানুষের কাছেও বিজেপির প্রতি ভুল বার্তা চলে গেছে। এ কারণে নির্বাচনে সাফল্য আসেনি। তাই এবার দলের নবাগতদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বিজেপির।

সম্প্রতি, রাজ্য বিজেপিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, দলের নবাগতদের অধিক গুরুত্ব দেয়া হবে না। এখনই তাঁদের জেলা কমিটি বা রাজ্য কমিটিতে স্থান দেওয়া হবে না। অন্য দল থেকে যারা বিজেপিতে যোগ দিয়েছেন, আগে তাঁদের দলের নীতি আদর্শ মেনে কাজ করতে হবে। দলের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিতে হবে। এরপর দলের নেতারা যদি মনে করেন, তবে তাঁদেরকে দলের পদ দেয়া হবে। দলের সংগঠন দলের আদি নেতাদের হাতে রাখা হবে। জেলা কমিটিও দলের আদি নেতাদের হাতে থাকবে। দলের কার্যকারীনি বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নবাগতদের অধিক গুরুত্ব দিতে গিয়েই যে ভরাডুবি হয়েছে দলের, তা অস্বীকার করেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ কারণে গত সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন যে, দলের নবাগতদের যেন কোনো বড় পদ না দেয়া হয়। দলের আদি নেতাকর্মীদের অধিক গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, যারা সদ্য বিজেপিতে যোগ দেবেন, আগে তাঁদের বিজেপির আদর্শ বুঝতে হবে।

দলের কার্যপদ্ধতি তাঁদের বুঝতে হবে। এজন্য তাঁদের কিছুটা সময় দেওয়া দরকার। এরপরই তাঁদের বড়োসড়ো দায়িত্বে আনার পরামর্শ দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, দলে নবাগতদের অধিক গুরুত্ব দিতে গিয়েই দলের এই বিপর্যয়। অর্থাৎ, দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, যোগ্যতা বিচার করে, দলের প্রতি আনুগত্যের বিচার করে, তবেই এখন থেকে দলের পদ দেয়া হবে। এভাবেই দলের ভুল শুধরে নিতে তৎপর বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!