এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার কংগ্রেসে বড়সড় ফাটল- দল ছাড়লেন প্রয়াত সোমেন মিত্রের ছেলে, তীব্র শোরগোল রাজনৈতিক মহলে

এবার কংগ্রেসে বড়সড় ফাটল- দল ছাড়লেন প্রয়াত সোমেন মিত্রের ছেলে, তীব্র শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার কংগ্রেস শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কার্যত কংগ্রেস শিবিরে ফাটল ধরিয়ে দল থেকে পদত্যাগ করলেন প্রয়াত কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আর এই নিয়ে তীব্র শোরগোল রাজ্য রাজনীতিতে। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ সোমেন পুত্রের। দীর্ঘদিন ধরেই এই ক্ষোভের বীজ বপন হচ্ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকে সেই ক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। অধীর চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন রোহন মিত্র।

অন্যদিকে রাজ্যের নেতাদের নিয়ে আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বৈঠক ডেকেছেন। কিন্ত সেই বৈঠকের আগেই রোহন মিত্রর পদত্যাগ কংগ্রেস শিবিরে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে। প্রসঙ্গত রোহনের ইস্তফাপত্রের প্রতিটি ছত্রে প্রদেশ কংগ্রেসের বর্তমান হাল এবং অধীর চৌধুরীকে নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন রোহন মিত্র বলে জানা গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীর মেয়াদকালে কিভাবে রোহন মিত্রকে বারংবার অপমান করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে সোমেন মিত্রের মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরী যোগ্যতম ব্যক্তি বলেও উল্লেখ করেছেন রোহন বলে জানা গিয়েছে। তবে দলের সঙ্কটকালে অধীর চৌধুরীর সংগঠন পরিচালনা যথেষ্ট অদক্ষভাবে হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আইএসএফ এর সাথে জোট করা নিয়েও কড়া সুরে অধীর চৌধুরীকে নিশানায় রেখেছেন সোমেন পুত্র। পাশাপাশি ব্রিগেডের মঞ্চে যেভাবে অধীর চৌধুরীকে অপমান করা হয়েছিল সেই বিষয়টিও তুলে আনেন রোহন মিত্র।

প্রসঙ্গত সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র কিছুদিন আগেই আইএসএফের সঙ্গে জোট নিয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। এমনকি তৃণমূলের সঙ্গে জোট নিয়েও তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে রোহন মিত্রর কংগ্রেস ছাড়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। অনেকেই আবার রোহন মিত্রের পরবর্তী গন্তব্য তৃণমূল বলেও দাবী করেছেন। আপাতত রোহন মিত্রের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!