এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মদনের বক্তব্যকে সমর্থন করে না তৃণমূল! স্পষ্ট জানালেন মমতা ঘনিষ্ঠ!

মদনের বক্তব্যকে সমর্থন করে না তৃণমূল! স্পষ্ট জানালেন মমতা ঘনিষ্ঠ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কখনও দলের বিরুদ্ধে, আবার কখনও বা বিরোধীদের আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা অতিক্রম করেন তিনি। যা খবরের শিরোনামে উঠে আসে। অনেক সময় এই কারণে বিড়ম্বনার মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। তবে বর্তমানে রাজ্যপালের ভূমিকা নিয়ে যখন অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস, তখন সেই রাজ্যপালকে আক্রমণ করে অনেকের কাছেই সমালোচনার শিকার হয়েছেন মদন মিত্র। তিনি রাজ্যপালকে আক্রমণ করে বলেছেন যে, রাজ্যপাল শকুনের মতো আচরণ করছেন। আর এই পরিস্থিতিতে তৃণমূল রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট হলেও মদন মিত্রের এই বক্তব্যকে যে সমর্থন করে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগত ভাবে মদন মিত্রের এই বক্তব্যকে সমর্থন করি না। নিশ্চিতভাবে আমার দলও এই বক্তব্যকে সমর্থন করবে না।” বিরোধীদের কটাক্ষ, রাজ্যপালকে আক্রমণ করে মদন মিত্র ভেবেছিলেন, তৃণমূলের চোখে তিনি ভাল হয়ে যাবেন। তিনি আরও গুরুত্বপূর্ণ পদ পাবেন। কিন্তু এর ফলে দলে যে তিনি আরও কোণঠাসা হয়ে গেলেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট। ফলে মদন মিত্র রাজ্যপালকে আক্রমণ করে বন্দোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ স্তরের পছন্দের পাত্র হওয়ার চেষ্টা করলেও, তা বৃথা হলো বলেই মনে করছেন সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!