এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > সরকারি কর্মীদের গাফিলতিতে কড়া দাওয়ায় মোদির রাজ্যে, বন্ধ হয়ে গেল বেতন

সরকারি কর্মীদের গাফিলতিতে কড়া দাওয়ায় মোদির রাজ্যে, বন্ধ হয়ে গেল বেতন

সরকারী আমলাদের আইন অমাণ্য করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো গুজরাট রাজ্য সরকার। জানা গেলো মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নেতৃত্বাধীন সরকার রাজ্যের ১০০০ ক্লাস ১ ও ক্লাস ২ সরকারি আধিকারিকের এপ্রিল মাসের বেতন আটকে দিলেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পত্তি কর জমা না দেওয়ার অপরাধে। এদিন গুজরাট রাজ্য সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলো। সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই বেকায়েদায় রাজ্য সরকারের অধীনস্থ এই সকল আমলারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সরকারের পক্ষ থেকে ঘোষিত হলফনামায় স্পষ্ট বলা হয়েছে সরকারী নিয়মের অমর্যাদা করা হলে আগামী দিনে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার। উল্লেখ্য সরকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে অনেক আগেই রাজ্যের মুখ্যসচিব জে এন সিং জানিয়ে দিয়েছিলেন যে সংশ্লিষ্ট কর্মীরা যদি তাঁদের সম্পত্তিকর ১০ ই এপ্রিলের মধ্যে জমা না দেন, তাহলে তাঁদের এপ্রিল মাসের বেতন যা মে মাসে দেওয়া হয়, তা আটকে দেওয়া হবে। আর সেই মতো আটকে দেওয়া হল ১০০০ জন সরকারি আধিকারিকের বেতন। তবে রাজ্যের মুখ্যসচিবের বয়ান অনুয়ারী ,”এই ধরনের কর্মীর সংখ্যা কমছে। কারণ, অনেকেই সম্পত্তিকর জমা দেওয়া শুরু করেছেন। আশা করি, বাকি আধিকারিকও তাই করবেন। না হলে তাঁদের শো-কজ নোটিস পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!