এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > আমরা চাইলে ভারতী ঘোষকে গ্রেপ্তার করতেই পারতাম,ওর গ্রামসভায় জেতার যোগ্যতা নেই- দাবি মুখ্যমন্ত্রীর

আমরা চাইলে ভারতী ঘোষকে গ্রেপ্তার করতেই পারতাম,ওর গ্রামসভায় জেতার যোগ্যতা নেই- দাবি মুখ্যমন্ত্রীর


একসময় তৃণমূলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তাপস পালের বিতর্কিত মন্তব্যে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। “ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে” – বলে মন্তব্য করে শুধু সাধারণ মানুষের চোখে নয়, দলের চোখেও অত্যন্ত খারাপ হয়েছিলেন তাপসবাবু। আর যার কারণেই এবার লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করেনি তৃণমূল বলে জানা গেছে। তবে এবার তৃণমূলের তাপস পালের বিতর্কিত মন্তব্যের পর লোকসভা ভোটের মরসুমে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গলায় শোনা গেল সেই রকমই আরও একরূপ বিতর্কিত মন্তব্য। যা দেখে হতবাক গোটা রাজনৈতিক মহল।

সূত্রের খবর, গতকাল প্রচারের শেষ দিনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ আনন্দপুরের গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের হুমকি দেন। যেখানে তাকে বলতে শোনা যায়, “উত্তরপ্রদেশ থেকে হাজার ছেলে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেব। বাড়ি থেকে টেনে বের করে কুকুরের মত মারবে। খুঁজে পাওয়া যাবে না। ঘরে ঢুকে তালা মার বলছি।” আর ভারতী দেবীর এহেন মন্তব্যের পরই এবার সমালোচনার ঝড় বয়ে গেছে গোটা রাজনৈতিক মহলে।

কেন এইভাবে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হুমকি দিলেন ভারতী দেবি তা নিয়ে ইতিমধ্যেই সেই ভারতী ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি এই গোটা ঘটনায় কড়া নিন্দাও করেছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে একই দিনে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা দেবের রোড শোতে অংশ নিয়ে সেই ভারতী ঘোষকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা চাইলে ভারতী ঘোষকে গ্রেপ্তার করতেই পারতাম। ওর গ্রামসভায় জেতার যোগ্যতা নেই। লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। আমার বিশ্বাস রাজ্যে 42 টি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি ভোটে দেব জয়লাভ করবে।”

সমালোচক মহলের মতে, রাজনীতিতে বাকযুদ্ধ থাকবে। কিন্তু তার মাঝেও ভারতী ঘোষের মতো নেতা নেত্রীদের এহেন কুমন্তব্যের রেওয়াজ সত্যি রাজনীতিকে দিনকে দিন আরও কালিমালিপ্ত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এবার প্রকাশ্যে তৃণমূল কর্মীদের ঘরে লোক ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!