এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী হলেন দেশের সেরা ডাক্তার, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মোদী হলেন দেশের সেরা ডাক্তার, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

দেশের সেরা ডাক্তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম এমনই মন্তব্য করলেন নরেন্দ্র মোদীকে নিয়ে। তবে প্রধান মন্ত্রীর কিন্তু কোনও ডাক্তারি ডিগ্রি নেই। তাহলে হঠাৎ এই মন্তব্যের কারন কি? তার ব্যখ্যা স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীই দেন গোয়াতে আয়োজিত বিজেপির একটি সম্মেলনে। সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ” প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই এমবিবিএস ডিগ্রি না থাকা স্বত্ত্বেও তিনি একজন ডাক্তার। অর্জুন রামের দাবী যে , যে ছয়টি রোগে ভারত জর্জরিত তা হল পরিচ্ছন্নতা, দুর্নীতি,দারিদ্র, গোষ্ঠী সংঘর্ষ , জাতিভেদ এবং সন্ত্রাস। এই রোগ গুলো দেশের অগ্রগতি কে থামিয়ে রেখেছে বলেও অভিযোগ অর্জুন রামের। মোদী সরকারের প্রতি আস্থা রেখে তিনি বলেন যে মোদী সরকার এই‌ ছয়টি সমস্যার সমাধান করে দেশ কে কিছুটা দ্রুত অগ্রগতির পথে নিয়ে গেছেন। আর তাই‌ তিনি সমস্ত কৃতিত্বটা দিচ্ছেন নরেন্দ্র মোদীকে। পাশাপাশি অর্জুন রাম‌ জানান ,” মেরা দেশ বাদাল রাহা হ্যায়, আগে বড় রাহা হ্যায়।”
মোদী সরকারে দৌলতে এটি শুধু আজকে আর স্লোগান হিসেবে নেই আনেকটাই বাস্তবায়িত হয়েছে বলে অর্জুন জির মত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!