এখন পড়ছেন
হোম > জাতীয় > এইমুহূর্তে লোকসভা ভোট হলে কি হবে দেশের চিত্র? কে আসবে ক্ষমতায়?

এইমুহূর্তে লোকসভা ভোট হলে কি হবে দেশের চিত্র? কে আসবে ক্ষমতায়?


গতকাল রাত্রে রিপাবলিক টিভি এবং সি-ভোটার এক জনসমীক্ষা প্রকাশ করে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে এই মুহূর্তে ভোট হলে সারা দেশের চিত্র কি হতে চলেছে। কে আসতে চলেছে ক্ষমতায়। রিপাবলিক টিভি এবং সি-ভোটারের তরফে দাবি

আসন সংখ্যার নিরিখে সারা দেশের চিত্র হতে পারে এইরকম –
বিজেপি নেতৃত্ত্বাধীন এনডিএ জোট – ৩৩৫
কংগ্রেস নেতৃত্ত্বাধীন ইউপিএ জোট – ৮৯

প্রাপ্ত ভোট শতাংশের হিসাব হতে পারে নিম্নরূপ –
এনডিএ জোট – ৪১.৪%
ইউপিএ জোট – ২৭.৭%

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর ভারতবাসীর পছন্দ –
নরেন্দ্র মোদী – ৬৬%
রাহুল গান্ধী – ২৮%

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবমিলিয়ে ভারতবাসীর পছন্দ –
নরেন্দ্র মোদী – ৬২.৭%
রাহুল গান্ধী – ১২.৬%
সোনিয়া গান্ধী – ৪.৪%
মনমোহন সিংহ – ৪.৩%
অরবিন্দ কেজরিওয়াল – ১.৬%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!