এখন পড়ছেন
হোম > Uncategorized > পুরভোটের লড়াইতে কারা থাকবেন সম্মুখ সমরে? কারা হতে চলেছেন প্রার্থী? খোলসা করলেন দিলীপ ঘোষ

পুরভোটের লড়াইতে কারা থাকবেন সম্মুখ সমরে? কারা হতে চলেছেন প্রার্থী? খোলসা করলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরের শেষে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া ও কলকাতায় পুরভোট। আগামী বছরের শুরুতেই রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতে পুরভোট অনুষ্ঠিত হবার একটা বড় রকম সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পুরভোটে কারা ধরবেন বিজেপির পতাকা? কারা হবেন বিজেপির প্রার্থী? আজ এ বিষয়টি স্পষ্ট করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আজ সকালে নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের জন্য এসেছিলেন দিলীপ ঘোষ। সে সময় তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। পুরভোটের ব্যাপারে বেশ কিছু বক্তব্য রাখেন তিনি। তিনি জানান, যারা ফিল্মস্টার তারা স্থানীয় ভোটে লড়াই করেন না। বড় বড় নির্বাচনে তাঁরা লড়াই করে থাকেন। আগামী পুর নির্বাচনে দলের কর্মীরাই লড়াই করবেন। তিনি জানালেন, যথাসময়ে তারা প্রার্থী তালিকা প্রকাশ করবেন। তালিকা প্রস্তুত করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। সকলকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এককথায় পুরভোটে তারকাদের বাদ দিয়ে দলের কর্মীদেরই যে প্রাধান্য দেয়া হবে, এ কথাই স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, নির্বাচনের আগে ভোটে দাঁড়াবার জন্যে প্রচুর টাকার লেনদেন হয়েছে, এই ধরনের অভিযোগ উঠেছিল? তার উত্তরে দিলীপ ঘোষ জানান, যারা এই ধরনের কথা বলছেন, তা প্রমাণ করে দেওয়ার দায়িত্ব তাদের। মানুষের সামনে কিছু বলে দিয়ে নিজেকে হয়তো ভালো করা যায়, কিন্তু তার প্রমাণ দেওয়া দরকার। কেননা প্রমাণ ছাড়া কথা শুধু দল নয় সমাজের পক্ষেও ক্ষতিকারক।

সম্প্রতি রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন যে, বিজেপি থেকে সমস্ত জঞ্জালকে ঝাঁট দিয়ে দিতে হবে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, রাহুল সিনহা ঠিকই বলেছেন। জঞ্জাল ফাঁকা করে দেয়া হোক। যারা দলের আসল কর্মী, তাদেরকে নিয়ে দল আবার উঠে দাঁড়াবে। দিলীপ ঘোষ জানালেন, জঞ্জাল আসে জঞ্জাল চলে যায়, ক্ষমতায় থাকতে চায় সকলেই। ক্ষমতা নেই তাই হয়তো অনেকের অসুবিধা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!