এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যতক্ষণ পুলিশ ততক্ষণ তৃণমূল,পুলিশ সরে যাক, তৃণমূল গড়ে লুকোবে- বিস্ফোরক হেভিওয়েট বাম নেতা

যতক্ষণ পুলিশ ততক্ষণ তৃণমূল,পুলিশ সরে যাক, তৃণমূল গড়ে লুকোবে- বিস্ফোরক হেভিওয়েট বাম নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে প্রবল হুঁশিয়ারি দিলেন বামপন্থী নেতা সুজন চক্রবর্তী। তিনি জানান, অনুব্রত মণ্ডলের গড় বলে কোন কিছুই নেই। পুলিশ যতক্ষণ আছে, ততক্ষণ তৃণমূল থাকবে। একমাস যদি পুলিশ সরে যায়, তৃণমূল গড়ে লুকিয়ে পড়বে। মস্তানরা কোনদিনই শেষ কথা বলতে পারেনা। তৃণমূলের উপরে মানুষ ব্যাপকভাবে ক্রুদ্ধ হয়ে আছেন।

সম্প্রতি বীরভূম জেলার নানুরের বালিগুনি গ্রামে খুন হয়েছেন সিপিএম কর্মী বাদল শেখ। মৃত কর্মীর বাড়ীতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন একাধিক বামপন্থী নেতা। যাদের মধ্যে ছিলেন সুজন চক্রবর্তী, রবীন দেব, রামচন্দ্র ডোম, শ্যামলী প্রধান সহ একাধিক নেতৃবৃন্দ। মৃত কর্মীর পরিবারের কাছে তাঁরা অর্থসাহায্য তুলে দিলেন।

সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন চক্রবর্তী। তিনি জানান, নিহত দলীয় কর্মীর পাশে আছে রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। এই খুনের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। তিনি অভিযোগ করলেন, খুনের সঙ্গে যারা জড়িত, তারাই এখন পরিবারকে হুমকি দিচ্ছে। তৃণমূলের লোকজন শুধুমাত্র এই পরিবারকেই নয়। এই এলাকাকেই সন্ত্রস্ত করে রাখার চেষ্টায় আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বীরভূমের দেউচা পাচামিতে যে প্রকল্পের ঘোষণা করা হয়েছে, সে প্রসঙ্গে তিনি জানালেন যে, দেউচা পাচামি প্রকল্প পুরনো। তৃণমূল সরকার ১০ বছর ধরে এই প্রকল্পের কথা শুনিয়ে যাচ্ছে। কিন্তু তার কোনো কাগজপত্র এখনো কেন তৈরি হয়নি? প্রশ্ন করেছেন তিনি। তিনি জানান, আজ থেকে আড়াই বছর আগে প্রধানমন্ত্রীকে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করার কথা বলা হয়েছিল, কিন্তু আজও তা করা হয়নি। সেখানকার মানুষের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার।

সুজন চক্রবর্তী জানালেন, এই সরকার বহু শিল্প সম্মেলন করেছে, বিধানসভায় বারবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বহু লক্ষ কোটি টাকা লগ্নির কথা। ১ কোটি ৩৮ লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, সরকার বিভিন্ন সময়ে অসত্য কথা বলতে বলতে এই ধরনের কথা বলেছে, এগুলোর কোনো তথ্যই নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!