এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ” ভোট না দিয়ে কেউ ফিরবেন না। ইভিএম খারাপ থাকলে অপেক্ষা করুন।” – জনতার প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর

” ভোট না দিয়ে কেউ ফিরবেন না। ইভিএম খারাপ থাকলে অপেক্ষা করুন।” – জনতার প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার ভোটের প্রচারের আজই শেষ দিন। আগামী ১ লা এপ্রিল ভোট রয়েছে নন্দীগ্রামে। যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। সেদিন নন্দীগ্রাম ছাড়াও রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনার মোট ৩০ টি আসনে ভোট। সম্প্রতি সোনাচূড়ায় নির্বাচনের প্রচার সভায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনাচূড়ার জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে যেমন ভোটদানের আবেদন জানালেন, তেমনি তীব্র হুঁশিয়ারি দিলেন প্রধান প্রতিপক্ষ বিজেপিকে।

জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, ৪৮ ঘণ্টা সময় মাথা ঠান্ডা রাখতে, ভালো করে ভোট দিতে। বিজেপিকে কটাক্ষ করে জানান, পান্ডাদের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়? বাংলার মানুষ তা ভাল করে জানেন। এরপর, “কুল কুল, কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়া ফুল।” শ্লোগান দিলেন তিনি। ভোটের সময় কোন কষ্ট করে, কোনো অশান্তি, দাঙ্গায় না গিয়ে ভোট দেওয়ার নির্দেশ দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ভোটের পর ভিন রাজ্যের পুলিশ আর থাকবে না, তারপর পাণ্ডাদের তিনি দেখে নেবেন। এভাবে জনসভা থেকে একেবারে প্রকাশ্যে হুমকি দিলেন মুখ্যমন্ত্রী। আবার, জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন, ভোট না দিয়ে কেউ যেন না ফেরেন। ইভিএম খারাপ থাকলে অপেক্ষা করতে। মডেল নন্দীগ্রাম করে দেবার প্রতিশুতি দিলেন তিনি। তিনি জানান, নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সেতু নির্মাণ করা হবে। তাঁর অভিযোগ, ভিন রাজ্য থেকে পুলিশ এনে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানালেন, নির্বাচন কমিশন পরিচালনা করছে, এ কারণে এখন রাজ্যের পুলিশ একটু বিরোধিতা করবে। কিন্তু ভোটের পর পুলিশ রাজ্যেরই থাকবে। তিনি জানান, বাইরে থেকে পুলিশ এনে দালালি করা হচ্ছে। এতে ভয় না পেতে, কারণ, তারা আর কদিন থাকবে, তারপর পগারপার। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন যে, ৫০ হাজার মানুষের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

হলদিয়ার, নন্দীগ্রামের ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করে দেয়া হবে। বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে জানান, হাজার হাজার টাকা চুরি করা হয়েছে। তিনি জানালেন, বিজেপি টাকা দিলে খেয়ে নিতে, শাড়ি দিলে তা দিয়ে পর্দা বানাতে। বিজেপিকে নন্দীগ্রাম থেকে বাংলা পর্যন্ত একেবারে বোল্ড আউট করে দেয়ার পরামর্শ দিলেন তিনি। জনগণের উদ্দেশে তিনি জানান, যারা রাজনৈতিকভাবে গুন্ডামি করছেন, তাদের কবর দিতে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিহার, উত্তর প্রদেশ থেকে গুন্ডাদের আনা হয়েছে। গ্যাসের দাম, ডিজেলের দাম বাড়ানো হয়েছে। তিনি জানালেন, তাঁর কাছে খবর আছে যে, নিজেদের একজন মেয়েকে খুন করা হবে। তারপর তৃণমূলের উপর দোষ চাপানো হবে। দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!