এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কলাইকুন্ডার বৈঠক ঘিরে ব্যাপক জল্পনা, আদৌ কি মোদী মমতা বৈঠক হবে একান্তে?

কলাইকুন্ডার বৈঠক ঘিরে ব্যাপক জল্পনা, আদৌ কি মোদী মমতা বৈঠক হবে একান্তে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় আলোচ্য বিষয় হলো কলাইকুন্ডায় হওয়া মোদি মমতার বৈঠক। কার্যত এই বৈঠক ঘিরে শুরু হয়েছে ব্যাপক জটিলতা। প্রসঙ্গত, গত বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতি হয় বাংলার উপকূলবর্তী অঞ্চলে। মূলত, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, কাকদ্বীপ এলাকা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ইয়াসের ব্যাপক প্রভাব পড়ে। অন্যদিকে এই ঘূর্ণিঝড় যেহেতু পুরোপুরি উড়িষ্যার বালাশোরে আছড়ে পড়ে, তাই সেখানকার ক্ষয়ক্ষতি সবথেকে বেশি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশপথে এইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে ইয়াস রিভিউ বৈঠক সেরে ফেলেছেন বলে খবর। এবার বাংলায় সেই বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর। কিন্তু এই রিভিউ বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতির কথা শোনা যাচ্ছে। আর তাই শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি কোনো রিভিউ বৈঠকে থাকবেন না। তবে আরো একটি সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী যেহেতু পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের বিধায়ক, তাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলাইকুন্ডার পথে রওনা হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির হিসাব দেবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অবশ্য এখনো পর্যন্ত নবান্ন সূত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে কোন বিশেষ তথ্য জানানো হয়নি।

তবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি থাকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সেই সূত্রেই এটুকু পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইচ্ছুক থাকলেও তিনি কোনোভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কোনো বৈঠকে অংশগ্রহণ করবেন না। সেক্ষেত্রে কলাইকুন্ডা বৈঠকের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে কিন্তু এখনো কৌতুহল অব্যাহত। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!