এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কাঙ্ক্ষিত সাফল্য না আসায় দলে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বিজেপির রাজ্য সভাপতি? উঠে আসছে নানা প্রশ্ন

কাঙ্ক্ষিত সাফল্য না আসায় দলে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বিজেপির রাজ্য সভাপতি? উঠে আসছে নানা প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেও মাত্র ৭৭ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। আর এরপর থেকেই দলে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে রাজ্যজুড়ে ঘাসফুল ঝড় থাকলেও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিনে দিনে দলে বাড়তে শুরু করেছে তাঁর গুরুত্ব। দলের কেন্দ্রীয় নেতৃত্বও শুভেন্দু অধিকারীর প্রতি অধিক আস্থা রাখতে শুরু করেছেন।

অনেকে মনে করছেন, দলের পরাজয়ের পর থেকেই দলের রাজ্য সভাপতি ক্রমশ ম্রিয়মান হয়ে পড়ছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিলীপ ঘোষের উপর যথেষ্ট আস্থা রাখলেও, দলে তাঁর রাস কমে আসছে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিলীপ ঘোষের বেশকিছু তীক্ষ্ণ মন্তব্য ও নানা কার্যকলাপে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর উপর তেমন সন্তুষ্ট নন। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিজের সংসদীয় এলাকা যস বিধ্বস্ত হলেও প্রধানমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, এ বৈঠকে তাঁকে আমন্ত্রণ করা হয়নি। বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ হওয়ার পরও প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁকে না ডাকা, জল্পনা বাড়িয়ে দিয়েছে যথেষ্টভাবে। অন্যদিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি তিনি বিরোধী দলনেতার পদে অভিষিক্ত হয়েছেন। জানা গেছে নন্দীগ্রামের ক্ষয়ক্ষতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন শুভেন্দু অধিকারী।

অনেকে মনে করছেন দিলীপ ঘোষের পরিবর্তে এখন শুভেন্দু অধিকারীর উপরেই অধিক ভরসা দলের কেন্দ্রীয় নেতৃত্বর। আগামী দিনে তাই তাঁর উপর অধিক গুরুত্ব দিতে পারে দল। জায়েন্ট কিলার হওয়ার পর আরও গুরুত্ব বেড়েছে শুভেন্দু অধিকারীর। তাঁর লড়াকু মনোভাব, সাংগঠনিক ক্ষমতা, গণভিত্তিকে কাজে লাগিয়ে বাজিমাত করতে উদ্যোগ নিতে বিজেপি। দলের বিধায়ক সংখ্যা ৩ থেকে ৭৭ এ পৌঁছে যাওয়ার পর বাংলা জয়ের উদ্যেশে ঝাপিয়ে পড়তে পারে বিজেপি তাঁর নেতৃত্বেই।

আগামী দিনে শুভেন্দু অধিকারীই হয়ে উঠতে পারেন মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিপক্ষ। এমনও হতে পারে আগামী দিনে তাঁকেই মুখ্যমন্ত্রীর মুখ করে লড়াইয়ে নামতে পারে বিজেপি। জনগণের কাছে যেমন তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি দলের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আর তাঁর ছটায় ম্রিয়মান হয়ে যেতে পারেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!