এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তীব্র জল্পনা বাড়িয়ে নারদ মামলার শুনানির শুরুতেই ভাইরাল বিচারপতির চিঠি

তীব্র জল্পনা বাড়িয়ে নারদ মামলার শুনানির শুরুতেই ভাইরাল বিচারপতির চিঠি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ হাইকোর্টের উচ্চতর বেঞ্চে নারদ মামলার শুনানির শুরুতেই প্রবল আলোড়ন তুলে দেয় ভাইরাল হয়ে যাওয়া বিচারপতির এক চিঠি। দেখা গেছে এই চিঠিতে নারদ মামলার শুনানি নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। চিঠিতে প্রশ্ন করা হয়েছে, একটিমাত্র মেল্ পেয়েই কিভাবে নারদ মামলার শুনানি শুরু করা হয়েছিল? মেল্ পাওয়ার পর কিসের ভিত্তিতে হাইকোর্টের ফার্স্ট বেঞ্চে এর শুনানি চলছিল? চিঠিতে হাইকোর্টের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, বিচারপতিরা মানুষের বিদ্রুপের পাত্র হয়ে উঠেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ১৭ ই মে রাজ্যের ৪ হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের গ্রেপ্তারের পর সেদিন রাতে তাঁদের জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। এরপর হাইকোর্টে সিবিআইয়ের মেল পাবার পর জামিন স্থগিত করার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিচারপতি অরিন্দম সিংহ। বিচারপতি অরিন্দম সিংহ এ বিষয়ে চিঠিটি লিখেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। যে চিঠি ভাইরাল হয়েছে। দ্বিতীয় পক্ষের পিটিশন ছাড়া কিভাবে স্থগিতাদেশ দেয়া হয়েছে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অরিন্দম সিংহ এই চিঠিতে।

বিচারপতি অরিন্দম সিংহ এই চিঠিতে জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টিকে তামাশায় পরিণত করে দেয়া হয়েছে। প্রয়োজনে ফুল বেঞ্চ গঠন করে এ বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু যেটা করা হয়েছে, তা মোটেই কাম্য নয়। এই ধরনের সীদ্ধান্তে বিচারপতিরা সাধারণ মানুষের কাছে বিদ্রুপের পাত্র হয়ে উঠেছেন। এ ব্যাপারে যথাযথ আচরণ করা হয়নি বলে, অভিযোগ করেছেন তিনি। তাঁর এই চিঠিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!