এখন পড়ছেন
হোম > জাতীয় > তাৎপর্যপূর্ণ ভাবে অগ্নিমিত্রা পলের ভূয়শী প্রশংসায় মাতলেন মহাগুরু

তাৎপর্যপূর্ণ ভাবে অগ্নিমিত্রা পলের ভূয়শী প্রশংসায় মাতলেন মহাগুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহাগুরুর গেরুয়া শিবিরে যোগদান বলা চলে ধূমকেতুর মতো। নির্বাচনের প্রার্থী না হয়েও নির্বাচনে প্রচারের ঝড় তুলেছেন তিনি। রাজ্যের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেরিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে অংশগ্রহণ করতে পারেননি অভিনেতা। এবার এ প্রসঙ্গে বিশেষ বক্তব্য রাখলেন তিনি। অভিনেতা জানালেন, অগ্নিমিত্রা পলের সভায় তিনি উপস্থিত থাকতে পারেননি, করোনা সংক্রমণের কারণে। তবে খুব শীঘ্রই তিনি আসতে চলেছেন।

এরপর আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ভূয়শী প্রশংসা করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি জানালেন, মাঝে তাঁর খারাপ সময়ে অগ্নিমিত্রা পল নিয়মিত তাঁর স্ত্রী যোগিতার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। নিয়মিত তাঁর খবর নিয়েছেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পল হলেন তাঁর খারাপ সময়ের বোন। এরপর তাঁর প্রশংসা করে তিনি জানালেন, যিনি মুম্বাইয়ের দাদার খবর এভাবে নিতে পারেন, তিনি নিশ্চয়ই তাঁর নির্বাচিত এলাকার মানুষদের দেখভাল ভালোভাবেই করতে পারবেন। অগ্নিমিত্রা পলকে আসানসোল দক্ষিণের গর্ব বলেও মন্তব্য করলেন তিনি। তিনি জানালেন, তাঁর মতই শিক্ষিত, ভদ্র বিধায়ক চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার এর সঙ্গে সঙ্গেই অভিনেতা মিঠুন চক্রবর্তী জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে রাজ্যে এত বিপুল পরিমাণ সভায় তিনি যোগদান করেছেন। তিনি জানালেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে বদলে যাবে রাজ্যের চেহারা। বিদ্যুতের বিল কমবে, মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন, কৃষকদের ৪০০০ টাকা করে অর্থ সাহায্য দেয়া হবে। রাজ্যের মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে তাদের একাউন্টে ২ লক্ষ টাকা দেওয়া হবে। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় তাদের পাঠদানের অর্থ খরচ করবে সরকার। হাসপাতালের বিভাগ থেকে শুরু করে সমস্ত বেড শীততাপ নিয়ন্ত্রিত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সম্পর্কে যে বক্তব্য রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে অগ্নিমিত্রা পলের সভায় তাঁর উপস্থিত হতে না পারার প্রসঙ্গ উত্থাপনও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকে মনে করছেন, তাঁর এই বক্তব্যের মাধ্যমে মহাগুরু অগ্নিমিত্রা পলের জয়লাভের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে একাধিক বুথ ফেরত সমীক্ষা থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!