এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় ধাক্কা খেলেন মদন মিত্র! ৭২ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর পুলিশের সাহায্যে ফিরল স্বস্তি

বড়সড় ধাক্কা খেলেন মদন মিত্র! ৭২ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর পুলিশের সাহায্যে ফিরল স্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমান সমাজ অনেকটাই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। রাজনীতিবিদরাও এখন প্রবল পরিমাণে চেষ্টা করছেন, সেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে মানুষের মন জয় করতে। তবে অনেকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র। নানা বিষয় নিয়ে বলতে দেখা যায় তাকে। আর তার লাইক ও কমেন্ট অনেক বিশিষ্টজনদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়।

কেননা তার ফ্যান, ফলোয়ার এত বেশি যে, তিনি লাইভে আসলেই নানা বিষয় নিয়ে সেখানে চর্চা শুরু হয়। কিন্তু এবার সেই মদন মিত্রই নেটদুনিয়ায় প্রতারণার শিকার হলেন অভিযোগ সিটিজেন মদন মিত্র নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত শুরু হয়েছিল লালবাজারের সাইবার বিভাগে এবং ৭২ ঘন্টার মধ্যেই সেই পেজ ন্যূনতম ক্ষতি ছাড়াই ফিরে পেলেন জনপ্রিয় এই তৃণমূল নেতা। যার ফলে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন মদন মিত্র।

[content_block id=39107

কিন্তু তার এই ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করল, এখন তা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই এই বিষয়ে টুইটারে সরব হন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। এদিন তিনি বলেন, “শুক্রবার আমার পেজটি কেউ বা কারা হ্যাক করে। লালবাজারের সাইবার বিভাগে সেকথা জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ওই পেজের আর কোনো পোস্টে কেউ যেন কমেন্ট না করেন। কলকাতা পুলিশের কাছে আমার অনুরোধ, তড়িঘড়ি হ্যাকারদের খুঁজে বের করুন।”

তবে তদন্ত প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি। যার ফলে কিছুটা হলেও বিরক্ত মদন মিত্র। বিশেষজ্ঞরা বলছেন, প্রায়শই বিভিন্ন বিষয়ে রাজনৈতিক থেকে সামাজিক, বিভিন্ন কর্মসূচিতে ফেসবুক লাইভের মাধ্যমে সকলের সামনে চলে আসেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যে তার ফেসবুক লাইভে এখন রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে।

এমতাবস্থায় “সিটিজেন মদন মিত্র” নামে অফিশিয়াল ফেসবুক রীতিমতো হ্যাক হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আর তারপরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ায় এখন কিছুটা স্বস্তি বোধ করছেন তিনি। তবে প্রকৃত হ্যাকারদের খুঁজে না পাওয়া অবধি চিন্তা মিটছে না মদনবাবুর। তাই এখন এই ঘটনার তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর রয়েছে রাজ্যের এই হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!