এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিদেশ সফর শেষ, বাংলার জন্য কি নিয়ে এলেন মমতা? জানতে চায় জনতা!

বিদেশ সফর শেষ, বাংলার জন্য কি নিয়ে এলেন মমতা? জানতে চায় জনতা!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে 12 দিনের বিদেশ সফর শেষ করে বাংলায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ এতদিন লক্ষ্য রাখছিল, মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরের দিকে। প্রচুর শিল্পপতিদের সঙ্গে বৈঠক মিটিং, জগিং করে ফেরার পর কলকাতা বিমানবন্দরে এক মিনিটের মধ্যেই “ভালো বৈঠক হয়েছে” বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, বৈঠক তো ভালো হয়েছে। তবে সেই বৈঠকের নির্যাস কোথায়? এতদিন ধরে বিদেশে কাটিয়ে বাংলার মানুষের জন্য কত শিল্প নিয়ে আসতে সক্ষম হলেন প্রশাসনিক প্রধান? এই প্রশ্নের উত্তর জানার জন্য রীতিমত উদগ্রীব বিরোধী দলের নেতা নেত্রী থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরতেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তরে এই বিজেপি নেতা বলেন, “তিনি তো অনেক কাউকে বিদেশে নিয়ে গিয়েছেন। যারা খেলার সম্পর্কে অভিজ্ঞ নয়, তাদেরকেও নিয়ে গিয়েছেন। মিটিং করেছেন, ভালো বৈঠক হয়েছে বলে দাবি করছেন। কিন্তু কি হয়েছে, সেটা আমরা দেখতে চাই।” অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী বিদেশ সফর করে বাংলার মানুষের জন্য কি নিয়ে আসলেন, সেটাই কিন্তু এখন সকলের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অনেকে বলছেন, পরিবারের অভিভাবকরা যদি কখনও বাইরে ঘুরতে যায়, তাহলে তারা বাড়ির অন্যান্য সদস্য সদস্যদের জন্য কোনো উপহার নিয়ে আসেন। এক্ষেত্রেও রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদের সকলের অভিভাবক। তাই তিনি যখন বিদেশ সফরে গিয়েছেন, তখন রাজ্যের মানুষের কথা ভেবেই তার এই বিদেশ সফর। তিনি তো শুধু এমনি এমনি ঘুরতে যাননি সেখানে। তাই তিনি আসার পর তার  রাজ্যের প্রত্যেকটি জনসাধারণ তার কাছে জানতে চাইছে যে, বিদেশ সফরের ফিডব্যাক কি?

বিরোধীদের দাবি, কোটি কোটি টাকা খরচ করে বিদেশ সফর করেছেন মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের মানুষকে তার এই বিদেশ সফরের জবাব দিতেই হবে। মানুষের ট্যাক্সের টাকায় ফুর্তি বন্ধ করতে হবে রাজ্যের সরকারকে। রাজ্যে বেকার সমস্যা চরমে। শিল্প নেই, আর সেখানে মুখ্যমন্ত্রী শিল্প বিনিয়োগের কথা বলে বিদেশে গিয়েছেন। ফলে খালি হাতে ফিরে আসবেন, আর বড় বড় গল্প শোনাবেন, এটা বাংলার মানুষ মেনে নেবেন না। তাই তাকে এবার মানুষের কাছে জবাব দিতেই হবে বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে বিদেশ থেকে কি নিয়ে এসেছেন, তার প্রশ্ন করেছেন। অবশ্যই এই প্রশ্ন যথেষ্ট যুক্তি সঙ্গত। রাজ্যবাসীর কাছেও এর উত্তর দেওয়া উচিত প্রশাসনিক প্রধানের। কারণ রাজ্যের মানুষ কার্যত মুখিয়ে রয়েছেন, বেকার সমস্যার সমাধান করুক এই সরকার। সেদিক থেকে মুখ্যমন্ত্রী এই বিদেশ সফর করে প্রচুর পরিমাণ শিল্প অর্থাৎ যতটা তিনি বলছেন, ততটাই যদি রাজ্যে আসে, তাহলে বেকার সমস্যা তো অনেকটাই কমতে শুরু করবে। আর সেই বেকার সমস্যা কমলে তো রাজ্যবাসীর মঙ্গল। ভোটব্যাঙ্ক বাড়বে এই শাসক দলেরই। লাভবান হবেন এই মুখ্যমন্ত্রীই। কিন্তু মুখে যতটা তিনি বলছেন, ততটা লাভ কি তার বিদেশ সফরে হয়েছে? আর যদিও বা লাভ হয়ে থাকে, সেই লাভ কি রাজ্যের মানুষের কাজে লাগবে? প্রশ্ন তুলছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!