এখন পড়ছেন
হোম > জাতীয় > অসুস্থ অটলবিহারিকে দেখে এসেই ‘বোমা ফাটালেন’ হেভিওয়েট বিজেপি নেতা

অসুস্থ অটলবিহারিকে দেখে এসেই ‘বোমা ফাটালেন’ হেভিওয়েট বিজেপি নেতা


দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী গুরুতর অসুস্থ হয়ে আপাতত দিল্লির এইমস-এ চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ সমস্ত প্রথম শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ত্ব তাঁকে দেখে আসেন। অটল বিহারি বাজপেয়ীকে দেখতে যান অটল-মন্ত্রীসভার গুরুত্ত্বপূর্ন মন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা মুরলি মনোহর জোশি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অটলজির চিকিৎসা চলছে এবং চিকিৎসায় তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। এখন ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, কেননা ওনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বর্তমানে অনেকটাই কমে গেছে। যে ঘরে ওনাকে রাখা হয়েছে তার বাইরে থেকে সবাই ওনাকে দেখতে পারছেন।

আর এরপরেই কার্যত ‘বোমা ফাটান’ বিজেপির এই হেভিওয়েট নেতা। তিনি বলেন, সম্ভবত প্রকৃতিই অটলজিকে এই জন্য চুপ করিয়ে দিয়েছেন (প্রসঙ্গত, অসুস্থতার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী বর্তমানে কথা বলতে পারেন না) কেননা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে উনি কি বলতেন? অটলজির কথা বলার নিজস্ব এক ভঙ্গিমা ছিল, যে কোনো কঠিন বিষয়ই উনি খব সহজেই ব্যাখ্যা করতে পারতেন। আর মুরলি মনোহর জোশির এহেন মন্তব্যের পর ঝড় উঠেছে জাতীয়-রাজনীতিতে। সকলেই বলছেন, বর্তমানে কেন্দ্রে বিজেপির সরকার, কিন্তু তিনি তো রাজনৈতিক অসহিষ্ণুতার দিকেই ইঙ্গিত করছেন! আসলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর লালকৃষ্ণ আডবাণী-মুরলি মনোহর জোশীদের মতো নেতাদের ‘মার্গ-দর্শক’ করে একটি কমিটিতে পাঠিয়ে দেন, নিন্দুকেরা বলে থাকেন সেই কমিটি আসলে রাজনৈতিক-বানপ্রস্থে যাওয়ার প্রধান দরজা! দলে প্রবীণ নেতারা প্রাপ্য সমমনা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন এই হেভিওয়েট নেতা বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু একের পর এক উপনির্বাচনে হার, একের পর এক শরিকের এনডিএ জোট ত্যাগ, অন্যদিকে বৃহত্তর বিরোধী জোট ক্রমশ মজবুত হওয়ার মাঝে মুরলি মনোহর জোশির এই ‘বোমা’ রীতিমত চাপে ফেলে দিল মোদী-শাহ জুটিকে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!