এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মানুষকে সাহায্য করতে এবার হাতে দা কুড়ুল নিয়ে রাস্তায় নামলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

মানুষকে সাহায্য করতে এবার হাতে দা কুড়ুল নিয়ে রাস্তায় নামলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ


এবার রাস্তায় কুড়ুল, দা হাতে বের হলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, লক্ষ্য গাছ কেটে রাজ্য সরকারকে সাহায্য করা। জানা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেশ কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সল্টলেকের রাস্তায় বের হলেন সাথেই যেখানে রাস্তায় গাছ পড়ে আছে দেখছেন সেখানেই নেমে গাছের ডাল কেটে বা গাছের গুঁড়ি সরিয়ে দিচ্ছেন। চেষ্টা করছেন রাস্তাকে সচল করার।

আমফান ঘূর্ণিঝড়ের মধ্যে কেটে গেছে অনেক কত দিন , চারিদিকে আমফানের বিধ্বংসী রূপ এখনো চোখে পড়ছে , স্বাভাবিক হয়নি কলকাতা। রাস্তায় পরে আছে গাছ, হাত লাগিয়েছে সেনা, তারাও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে সব স্বাভাবিক করা যায় , আর এর মধ্যেই রাস্তায় নামলেন দিলীপ ঘোষ। যেখানেই গাছ পড়ে থাকতে দেখেছেন তা কেটে রাস্তা পরিষ্কার করলেন দিলীপ ঘোষ। নিজে হাতে গাছ কাটলেন সাথেই রাস্তা থেকে গাছের গুঁড়ি সরান তিনি সঙ্গে নেন কয়েকজন বিজেপি কর্মীদেরও । তাঁর দেহরক্ষীদেরও দেখা যায় তাঁকে সাহায্য করতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘গত তিনদিন ধরে সল্টলেকে আমাদের পাড়ার গাছপালা কেটে নিজের হাতে পরিষ্কার করা শুরু করেছি। সমস্ত পাড়াতে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে। গাড়ি বেরচ্ছে না। সল্টলেকে বয়স্ক মানুষেরা বেশি থাকেন। তাঁদের পক্ষে সব করা সম্ভব নয়। লোকও খুব কম। দেখছেন না বড় বড় বাড়িতে লোক নেই। কিন্তু গাছপালা রাস্তা পড়ে বন্ধ হয়ে আছে। গাড়ির উপরে পড়ে আছে। আমি ঠিক করলাম দু’জন-তিনজনের কাজ নয় তাই কর্মীদেরও ডেকেছি। কাটারি, কুরুল দিয়ে যতটা পারব রাস্তা পরিষ্কার করব যাতে পাড়ার লোক যাতায়াত করতে পারেন।’

 


সাথেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘পৌর নিগমের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি না। তাঁরা জলের ব্যবস্থা ঠিক করতে পারছে না, বিদ্যুতের ব্যবস্থা ঠিক করতে পারছে না। ধরে নিন আমরা সহযোগিতা করতে এসেছি সরকারকে। আমাদের দায়িত্ব আছে পাড়ার লোক হিসেবে। এটাও মানুষকে দেখার দরকার আছে। শুধু সরকারের উপর ভরসা করে বসে থাকলে হবে না। কোনও সরকারের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ রাস্তায় নেমে যতটা সমস্যার সমাধান করতে পারেন। তাড়াতাড়ি হবে কাজটা। বাকি সরকার তাঁর মতো করুন। সাধারণ মানুষের কিছু করার দরকার আছে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!