এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভালো নেই অনুব্রত, তদন্তের জন্য বিকল্প ব্যবস্থার আর্জি সিবিআইকে! জেনে নিন!

ভালো নেই অনুব্রত, তদন্তের জন্য বিকল্প ব্যবস্থার আর্জি সিবিআইকে! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  প্রায় ছয় বার গরু পাচার মামলায় তাকে সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয়েছিল। কিন্তু একবারও তিনি উপস্থিত হননি। প্রত্যেকবার জানিয়ে দেওয়া হয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ। অন্যদিকে ইতিমধ্যেই একবার তাকে ভোট পরবর্তী হিংসার মামলাতেও তলব করা হয়েছে। আর সেই মামলাতেও অনুব্রত মন্ডলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি অসুস্থ। তাই যেতে পারবেন না। আর এই পরিস্থিতিতে সিবিআইয়ের কাছে নতুন আর্জি করে বসলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। যেখানে বাড়িতে এসে তার মক্কেলের জবানবন্দি রেকর্ড করা আবেদন জানালেন তিনি।

সূত্রের খবর, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আর সেখানেই এই ব্যাপারে মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই আইনজীবী বলেন, “সিবিআই যদি বাড়িতে এসে 161-তে দাদার বয়ান রেকর্ড করে নিয়ে যায়, তাহলে খুব ভালো হয়। দাদার শরীর একদম ভালো নেই। শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে। চেস্ট পেইন হচ্ছে।” বিশেষজ্ঞদের মতে, অনুব্রত মণ্ডলের এই আইনজীবী এই কথা বলে সুকৌশলী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেন। কেননা বারবার সিবিআইয়ের পক্ষ থেকে ডাকার পরেও তা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল।

তাই খুব দ্রুত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে সেরকম কোনো পদক্ষেপ না নেয়, তাই তদন্তে সহযোগিতার কথা বলে বাড়িতে এসে তার বয়ান রেকর্ড করার বিষয়টি তুলে ধরলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সব মিলিয়ে কেষ্ট মন্ডলের আইনজীবীর আবেদনের সাড়া দিয়ে সিবিআই কি আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!