এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নন্দীগ্রামের প্রার্থী তৃণমূল সুপ্রীমো, বিরোধীদের কটাক্ষ- ভবানীপুরে হার নিশ্চিত, তাই এবার নন্দীগ্রাম

নন্দীগ্রামের প্রার্থী তৃণমূল সুপ্রীমো, বিরোধীদের কটাক্ষ- ভবানীপুরে হার নিশ্চিত, তাই এবার নন্দীগ্রাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় চমক দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের হাইভোল্টেজ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন নন্দীগ্রাম থেকে এবারের প্রার্থী তিনি। যথারীতি রাজ্য রাজনীতিতে এই ঘোষণার সাথে সাথেই তুমুল শোরগোল শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র জল্পনা। অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী দাঁড়ালে ভবানীপুরে তাহলে কে প্রার্থী হবেন, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসেছে। তবে নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার ঘোষণা মাত্রই বিরোধী শিবিরের কটাক্ষ শুরু হয়ে গেছে।

এদিন বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানান। বাম নেতা সুজন চক্রবর্তী জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে ভবানীপুর থেকে বিপুল ভোটে হারতে চলেছেন, আর সেই ভয় থেকেই মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর ঘোষণা করলেন। অন্যদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যও ছেড়ে কথা বললেন না তৃণমূল নেত্রীকে। তিনি দাবি করেছেন, লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর আসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই পিছিয়ে। তাই এবার আর কোনরকম ঝুঁকি না নিয়ে সোজা নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আরেক কংগ্রেস নেতা আবদুল মান্নান এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত রূপে পরিচিত শুভেন্দু অধিকারীকে নিয়ে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর ঘোষণা রাজ্য রাজনীতিতে যে তীব্র আলোড়ন শুরু করে দিয়েছে, সে কথা পরিষ্কার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চমকের মাঝেই দক্ষিণ কলকাতায় আজকে মিছিল এবং জনসভা করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালেও তিনি ওই কেন্দ্র থেকেই প্রার্থী হন।

কিন্তু এবার পরিস্থিতি অন্য। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত বহুদিন ধরেই। আর সেই শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দুর যে বিপুল ভোটব্যাঙ্ক তআ গেরুয়া শিবিরে যাওয়ার সম্ভাবনাই তীব্র। এবার সেই ভোটব্যাঙ্কে চিড় ধরাতেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বলে নিশ্চিত রাজ্যের ওয়াকিবহাল মহল। তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন ভবানীপুরের আসনকেও তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন এবং সেখানেও তিনি যোগ্য প্রার্থী দেবেন। আপাতত বিধানসভা নির্বাচনের টানটান লড়াই জমে উঠেছে বাংলায়। তবে ওস্তাদের মার শেষ রাতে কে দেন, সেদিকেই এখন নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!