এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রকাশ্যে অনুব্রত মণ্ডলকে একেবারে পা ছুঁয়ে প্রণাম, আনুগত্য দেখাতে গিয়ে প্রশ্নের মুখে বিডিও

প্রকাশ্যে অনুব্রত মণ্ডলকে একেবারে পা ছুঁয়ে প্রণাম, আনুগত্য দেখাতে গিয়ে প্রশ্নের মুখে বিডিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর একজন দাপুটে সৈনিক হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। জেলায় যে তাঁর বিরাট প্রভাব রয়েছে, তা অস্বীকার করা যায় না। ইতিপূর্বে ভোটের আগে রুপোর মুকুট প্রদান করতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর এবার সরকারি অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের একেবারে পা ছুঁয়ে প্রণাম করলেন বিডিও। সরকারি আধিকারিকের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

গতকাল আউশগ্রামে একটি সেফহোমের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আমন্ত্রণ রক্ষা করেছেন তিনি। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি প্রমূখরা। এই অনুষ্ঠানে প্রকাশ্যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করলেন আউসগ্রাম ১ এর বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুব্রত মণ্ডল সম্পর্কে তিনি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন কর্মবীর, আর অনুব্রত মণ্ডল হলেন মহামানব। এর পরেই মঞ্চে বসে থাকা অনুব্রত মণ্ডলকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তিনি। তাঁর এই আচরন বিস্মিত করেছে বহু মানুষকে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সরকারি অনুষ্ঠানে তাঁর মতো আধিকারিকের এভাবে প্রকাশ্যে পায়ে হাত দিয়ে প্রণাম অনেককেই বিস্মিত করেছে।

তবে এ প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন যে, এটা হল বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয় নিয়ে তিনি কিছু বলতে চান না। আবার, এ বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই বিডিও অরিন্দম মুখোপাধ্যায় জানিয়েছেন যে, অনুব্রত মণ্ডলকে তিনি প্রণাম করেননি। প্রণাম করতে গিয়েছিলেন তিনি, কিন্তু অনুব্রত মণ্ডল প্রণাম না নিয়ে তাঁর হাত ধরে নিয়েছিলেন। অনেকের কটাক্ষ, অধিক আনুগত্য দেখতে গিয়েই একাজ করেছেন বিডিও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!