শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন স্বামী জাতীয় রাজ্য February 27, 2018 বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর ঘটনাতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী। এদিন তিনি শ্রীদেবীর মৃত্যুকে তিনি খুন বলে দাবি করেন যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।এই নিয়ে তিনি বলেন,“যদি আমার মতামত চাওয়া হয় তাহলে বলব, আমি মনে করি এটা খুন।”পাশাপাশি তিনি আরো বিস্ফোরক অভিযোগ করে বলেন যে, “চলচ্চিত্র অভিনেত্রীদের সঙ্গে দাউদের অবৈধ সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা উচিত।” শ্রীদেবীর মৃত্যুর সাথে দাউদ ইব্রাহিমের যোগ আছে বলে মনে করেছেন তিনি। তিনি আরো বলেন যে, “এই মৃত্যুকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে যে তথ্যগুলি উঠে আসছে তার কোনওটি বাস্তবে টিকছে না। তিনি কখনও হার্ড ড্রিঙ্ক পান করতেন না। তাহলে তা তাঁর শরীরে প্রবেশ করল কীভাবে? তাহলে কি তাঁকে জোর করে খাওয়ানো হয়েছিল ? আর CCTV-র কী হয়েছিল। এটা নিয়ে এখনও কিছু শোনা যায়নি।” প্রসঙ্গত ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বাথটবের জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। কিন্তু এই নিয়ে নানা ধোঁয়াশা এখনো চলছে। আপনার মতামত জানান -