এখন পড়ছেন
হোম > রাজ্য > ফেসবুকে পোস্ট নিয়ে অভিযোগ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ফেসবুকে পোস্ট নিয়ে অভিযোগ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ফের সংবাদ শিরোনামে ফেসবুকে আপত্তিকর পোস্ট। আজ কাল ফেসবুক খুললেই নানা আপত্তিকর পোস্ট দেখা যায়। কোনো ক্ষেত্রে তা শালীনতার সীমা ছাড়িয়ে যায়। তার থেকে চার পান না রাজনৈতিক নেতা নেত্রী থেকে দেশের নানা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীও।এবার এমনই একটি আপত্তিকর পোস্ট দেখা গেলো ফেসবুকে শিক্ষামন্ত্রীকে নিয়ে আর তা নিয়েই সরব হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এদিন একটি পোস্ট ফেসবুকে ছাড়িয়ে পরে তাতে দেখা যাচ্ছে যে একটি ছেলে পার্টি করছে বান্ধবীদের সাথে হাতে উত্তেজক পানীয়। আর এর নিচে লেখা আছে এই ছেলেটি রাজ্যের শিক্ষামন্ত্রীর ছেলে। এই নিয়েই বেজায় চটেছেন শিক্ষামন্ত্রী। কেননা শিক্ষামন্ত্রী বলেছেন, আমার ছেলের নামে বলা হয়েছে। আশ্চর্য! আমার তো কোনও ছেলেই নেই! সব বিষয়টা জানিয়েছি।আর এই নিয়ে তিনি নগরপাল রাজীব কুমারের কাছে অভিযোগ করেছেন। এইরকম আপত্তিকর পোস্ট আগেও অনেক হয়েছে আর পুলিস ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার ও করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি। পুলিশ বিষয়টিতে তদন্ত করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!