এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের এই মন্ত্রী বিজেপিতে যোগ দিতে যোগাযোগ রাখছেন গেরুয়া শিবিরের সঙ্গে, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

রাজ্যের এই মন্ত্রী বিজেপিতে যোগ দিতে যোগাযোগ রাখছেন গেরুয়া শিবিরের সঙ্গে, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছে বিজেপি। আর লোকসভা ভোটের পর জলের তোড়ে ভেঙেছে তৃণমূল। আজ সে ধারা অব্যাহত ,তৃণমূলের অন্দরে চলছে সন্দেহের বাতাবরণ। কে যে রয়েছেন সঙ্গে কে বনের জল তা কেউই বুঝতে পারছে না। আর এই আবহেই রাজ্যের মন্ত্রীকে নিয়ে অনেকগুন অস্বস্তি বাড়িয়ে দিলেন এককালের তৃণমূলের বিধায়ক বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং।

জ্যোতিপ্রিয় মল্লিকও বিজেপিতে আসার জন্য যোগাযোগ করেছেন-এমনই বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সাথেই তিনি দাবি করেন যে শুধু জ্যোতিপ্ৰেয়বাবুই নন রাজ্যের অন্তন ১০৭ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। ঘটনার সূত্রপাত, নৈহাটিতে মিছিল করে ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন যে, কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটির পর এবার ভাটপাড়া এবং গারুলিয়া পুরসভা পুনর্দখল করবে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার পাল্টা দিয়ে এদিন অর্জুন সিং দাবি করেন যে তৃণমূলের ১০৭ বিধায়কের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।তাঁকে গরু ছাগল চোর বলে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, বিজেপিতে ঠাঁই নেই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোকেদের।এদিকে এই দাবি শুধু অর্জুন সিং-ই নন পাশাপাশি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংও একই কথা বলেছেন। তিনিও দাবি করেছেন যে কিছুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি আসার জন্য যোগাযোগ করেছিল।

প্রসঙ্গত, লোকসভা ভোটে ২৪ পরগনায় খারাপ ফল হওয়ায় জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলে কিছুটা হলেও এখন কোনঠাসা। তাছাড়া কদিন আগেই তাঁর জামাই বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও তাঁর মেয়ের সাথে জামাইয়ের ডিভোর্স হয়ে গেছে বলে জানা গেছে। আর এদিনের অর্জুন সিং ও সুনীল সিং এর দাবির পর যে তাঁর উপর সন্দেহকিছুটা হলেও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে কিছুটা হলেও আরো কোনঠাসা হতে চলেছেন বলেই মনে করছেন রাজনৈতিকমহল। এদিকে এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয়বাবুর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই নিয়ে। ফলে জল্পনার পারদ ক্রমশ চড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!