এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সবাইকে শান্তিতে ভোট দেওয়ার আবেদন অনুব্রত মন্ডলের

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সবাইকে শান্তিতে ভোট দেওয়ার আবেদন অনুব্রত মন্ডলের


বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের জেলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের’ জোয়ারে ও তাঁর করা ‘মশারির’ ব্যবস্থায় বিরোধীরা প্রার্থীই ‘খুঁজে পান নি’! অন্তত এমনটাই তাঁর নিজের দাবি, আর যাঁরাও বা বিরোধিতা করার জন্য মনোনয়ন দিতে বেরিয়েছিলেন ‘রাস্তায় দাঁড়ানো উন্নয়ন’ দেখে তাঁরাও ঘরে ঢুকে গেছেন। প্রথম দফার মনোনয়ন পর্বের শেষে বীরভূমের ৪২ টি জেলা পরিষদের আসনের মধ্যে একমাত্র বিরোধী বিজেপি প্রার্থী চিত্রলেখা রায় ‘নিজের ভুল’ বুঝতে পেরে মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুব্রত মন্ডল জিতে নিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এবার তাই তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান ও উদ্যোগ নিলেন। তিনি আজ বোলপুরে নিজের কার্যালয় থেকে রাজ্যবাসীর কাছে আবেদন জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সবাই যেন শান্তিতে ভোট দেন। এছাড়াও তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান তাও সুনিশ্চিত করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। যেহেতু, তাঁর উন্নয়ন-তত্ত্বে আস্থা রেখে বীরভূমে আর সেভাবে নির্বাচনের প্রয়োজন পড়ছে না, তাই তিনি এবার বাকি রাজ্যের যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, সেখানকার মানুষের জন্য শান্তির বার্তা দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!