এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাকি থাকা পুরভোট কবে? কি বলছে রাজ্য নির্বাচন কমিশন?

বাকি থাকা পুরভোট কবে? কি বলছে রাজ্য নির্বাচন কমিশন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরভোট তো মিটে গেল। ফলাফলও প্রকাশ্যে এসে গেছে। এবার পুরবোর্ড গঠন হবার পালা। কিন্তু রাজ্যের বাকি পুরভোটগুলি কবে হবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে কমিশনের তরফ থেকে জানা গিয়েছে দু’দফায় মার্চের মধ্যে বাকি থাকা পুর ভোট সম্পন্ন করবে কমিশন। সেক্ষেত্রে 111 টি পুরসভায় ভোট বাকি রয়েছে। আর সেদিকে নজর রেখে 22 শে জানুয়ারি এবং 27 শে ফেব্রুয়ারি এই দুদিনেই রাজ্য নির্বাচন কমিশন ভোট করাবে।

যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আট দফায় ভোট করানোর আবেদন জানিয়ে রেখেছে আগেই। এক্ষেত্রে ওমিক্রণ সংক্রমণের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। প্রসঙ্গত, আজকে হাইকোর্টে শুনানি রয়েছে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ সংক্রান্ত মামলার। উল্লেখ্য, কলকাতা পুরভোটে প্রথম থেকেই বিজেপি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে এসেছে। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ। এরপর একই মামলা বিজেপি নিয়ে যায় ডিভিশন বেঞ্চে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই মামলাটিরও শুনানি হয় কলকাতা পুরভোটের আগেই ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকেও স্পষ্ট ভাষায় জানানো হয় তখন, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মতন কোনো পরিস্থিতি নেই। কমিশন নির্বাচন পরিচালনা করবে। এবং রাজ্য প্রশাসন যথাযথভাবে কমিশনকে সাহায্য করবে। তবে পুরো   মামলাটির নিষ্পত্তি হয়নি তখন। আজকে সেই মামলার শুনানি হওয়ার কথা। কলকাতা পুরভোটের শুরু থেকেই শাসকদলের বিরুদ্ধে রিগিং, ছাপ্পা ভোট, বিরোধীদের, ভোটারদের ভয় দেখানো ইত্যাদি বিভিন্ন অভিযোগ করে বিরোধীরা।

এই পরিস্থিতিতে বাকি থাকা 111 টি পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা তা নিয়ে বাড়ছে কৌতুহল। আপাতত বাকি থাকা পুরসভাগুলির নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ কবে করবে এবং তা কবে ঘোষণা করবে, সেদিকেই থাকছে ওয়াকিবহাল মহলের নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!