এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কলকাতা পুরবোর্ড গঠনের পালা, আসবে কি পরিবর্তন? কি সিদ্ধান্ত মমতা ব্যানার্জির?

এবার কলকাতা পুরবোর্ড গঠনের পালা, আসবে কি পরিবর্তন? কি সিদ্ধান্ত মমতা ব্যানার্জির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছে তৃণমূল ভোটে ব্যাপক আকারে জয়লাভ করেছে। কিন্তু এবার হচ্ছে দায়িত্ব নেবার পালা। পুর নিগমের মেয়র পারিষদ থেকে বরো- সর্বত্র তৈরি হবে বোর্ড। কারা কারা নতুন দায়িত্বে আসছেন তা নিয়ে কিন্তু কৌতুহল সর্বত্র। তবে তৃণমূলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী চাইছেন পুরনোদের ওপরেই আস্থা রাখতে। প্রসঙ্গত, মেয়র কিংবা ডেপুটি মেয়র বা চেয়ারম্যান পদ কিংবা মেয়র পরিষদ বা বোরো চেয়ারম্যান কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। বরঞ্চ কলকাতার বাসিন্দারা পুরনোদের পাশেই ছিলেন এবং তা যা বোঝাই গিয়েছে ভোটদানের হার দেখে। তাই সেক্ষেত্রে বদল কতটা আসবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসা হবে। সেই বৈঠকে অবশ্যই থাকতে চলেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি তাপস রায় এবং দেবাশীষ কুমার। এছাড়াও এই বৈঠকে থাকতে চলেছেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ ও মালা রায় সহ অন্যান্যরা। কার্যত মনে করা হচ্ছে, এদিনের বৈঠকেই দল কাকে মেয়র, কাকে ডেপুটি মেয়র এবং কাকে চেয়ারম্যান করবে তা নির্ধারিত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত তৃণমূলের অন্দরের খবর- মেয়র পদে ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ এবং চেয়ারম্যান পদে মালা রায়ই থাকছেন আগের মতন। এক্ষেত্রে কোন বদল চাইছেন না স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলের একাংশ অবশ্য পরিবর্তনের পক্ষে। কিন্তু দলনেত্রী মেয়র পরিষদে যারা আগের বোর্ডে ছিলেন তাঁদেরকেই রাখতে চেয়েছেন। প্রসঙ্গত যেহেতু তাঁরা জিতেছেন এবং তাঁদের বিরুদ্ধে বড়োসড়ো কোন অভিযোগ নেই তাই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন পরিবর্তন চাইছেন না। তবে মেয়র পারিষদের দপ্তরে একটা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

একই সঙ্গে তৃণমূলের একাংশের তরফ থেকে জানা গেছে, মালা রায়কে হয়তো এবার মেয়র হিসেবে তুলে ধরা হতে পারে। কেননা এখনো অব্দি কোন মহিলা কলকাতার পুরনিগমের মেয়র হননি। বর্তমানে কলকাতা পুরনিগমের প্রথম মহিলা চেয়ারপার্সন মালা রায়। তবে ইতিহাস বদল হয় কিনা সেদিকে নজর থাকবে অবশ্যই। কিন্তু বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, ফিরহাদ হাকিম এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। পাশাপাশি ফিরহাদ হাকিম জয় এনেছেন, মন্ত্রীসভাতেও রয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর ভরসাযোগ্য প্রার্থী এই মুহূর্তে বদল হবার কোন সম্ভাবনা নেই। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!