এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার মুখ্যমন্ত্রীকে এবার ‘দেশদ্রোহী’ আখ্যা দিলেন বিজেপি নেত্রী

বাংলার মুখ্যমন্ত্রীকে এবার ‘দেশদ্রোহী’ আখ্যা দিলেন বিজেপি নেত্রী

বাংলার মুখ্যমন্ত্রীকে এবার ‘দেশদ্রোহী আখ্যা দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বালাকোটে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যার জেরে তাঁকে নিয়ে পাক মিডিয়ায় হৈচৈ পরে যায়। তারা দাবি করতে থাকে যে ভারত যা বলছে তা ভুল কেননা এই নিয়ে প্রশ্ন তুলছেন ভারতেই এক রাজ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যা নিয়ে কয়েকদিন আগেই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সরব হয়েছিলেন। তিনি টুইটারে লিখেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বালাকোটে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তান সেই মন্তব্যকে তুলে ধরে বলছে দেশের এক মুখ্যমন্ত্রীই জানাচ্ছে এইরকম কিছু হয়নি।বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক বলেই লেখেন তিনি। এমনকি বাংলার এই সাংসদ মনে করেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য জাতির প্রতি অসম্মানের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিন রবিবার রাজ্যজুড়ে বিজেপির বাইক র‍্যালি কর্মসূচী নেয় বিজেপি। সেখানেই মুখ্যমন্ত্রীকে এদিন ‘দেশদ্রোহী’ বলে ব্যাখ্যা করেন লকেট চ্যাটার্জী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে জানান যে, ‘দেশে থেকেও দেশবিরোধী কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিপদের দিনে তিনি নিজের দেশের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করছেন। তিনি দেশের সেনাবাহিনীকে বিশ্বাস না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সংবাদমাধ্যমকে বিশ্বাস করছেন। আর তাই পাকিস্তানের চ্যানেলগুলিতেও তাঁর প্রশংসা করা হচ্ছে। তৃণমূলের প্রশংসা করা হচ্ছে।’

সাথেই এদিন তিনি দাবি করেন যে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করে দেশের মানুষ উন্নত ভারতের স্বপ্ন দেখছেন। আর তাতেই ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই নিয়ে যদিও এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!